X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে টিসিবি’র পণ্য নেই

নীলফামারী প্রতিনিধি
২০ মে ২০১৮, ১৬:২০আপডেট : ২০ মে ২০১৮, ১৭:১১

নীলফামারী নীলফামারীতে ২৫ জন ডিলারের মধ্যে এখন পর্যন্ত কেউ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উত্তোলন করেনি। পণ্য উত্তোলনে তাদের কোনও আগ্রহ নেই। রংপুর টিসিবি’র আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী কর্মকর্তা মো. মিশকাতুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এরমধ্যে সদরের সাতটি, জলঢাকায় দুটি, ডিমলায় তিন, কিশোরগঞ্জে সাত, ডোমারে চার ও সৈয়দপুরে দুটি টিসিবির পণ্য পরিবেশক (ডিলার) রয়েছে।

জেলা সদরের পণ্য পরিবেশক (ডিলার) অভি এন্টারপ্রাইজের সত্যেন্দ্রনাথ রায় বলেন, ‘টিসিবির পণ্যের দাম আর বর্তমান বাজারের পণ্যের দাম এক। তাই এতদিন পণ্য উত্তোলন করেননি। দুটি পয়সা লাভের জন্য ব্যবসা করি, সেটা না হলে কেন পণ্য উত্তোলন করবো। এছাড়া, রংপুর থেকে নীলফামারীর দূরত্ব প্রায় ১১০ কি.মি.। তাই যাতায়াত খরচও বেশি পড়ে যায়। অল্প লাভ হলেও পণ্য উত্তোলন করব।

জেলা সদরের আব্দুল মান্নান ট্রের্ডাসের মালিক ও পরিবেশক রুহুল আমিন চুন্নু বলেন, ‘টিসিবি’র পণ্যের দামের আর বাজারের পণ্যের দাম এক। তাই টিসিবির পণ্য এনে কার কাছে বিক্রি করব। সাধারণভাবে মানুষ খোলাবাজারে পণ্য ক্রয় করতে সুবিধা মনে করেন। লাইনে দাঁড়িয়ে পণ্য নিয়ে আর্থিক সুবিধা না পেলে কেন ক্রেতারা ঝামেলা নিতে যাবে।

এ ব্যাপারে উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী কর্মকর্তা মিশকাতুল আলম বলেন, ‘গত বছর যেখানে ৮০ হাজার টাকায় পণ্য পাওয়া যেত, এবার সে জায়গায় প্রায় আড়াই লাখ টাকা দরকার। ফলে অনেক ডিলার পণ্য উত্তোলনে অনীহা প্রকাশ করছে। তবে আমরা তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।

রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্র জানিয়েছেন, কিছু কিছু পণ্যের দাম কমানো হয়েছে। এরমধ্যে প্রতি কেজি খেজুর ১২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, ছোলা ৭০ থেকে ৬৫ টাকা ও মসুর ডাল ৫৫ থেকে ৫০ টাকায় আনা হয়েছে।

জেলা প্রশাসক খালেদ রহীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিসিবি’র পণ্যের সঙ্গে বাজারের পণ্যের দাম এক হওয়ায় ডিলারদের অভিযোগ রয়েছে। যাতায়াত খরচসহ তাদের লোকসান গুনতে হয়। তারপরও চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। আশা করি দ্রুত টিসিবি’র মাধ্যমে জেলায় পণ্য বিক্রি শুরু করা হবে।

তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহের জন্য সরকার টিসিবির কার্যক্রম শুরু করেছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল