X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রংপুরে ভ্যানচালক হত্যার ঘটনায় গ্রেফতার ২

রংপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ২১:১৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২১:১৪

গ্রেফতারের প্রতীকী ছবি রংপুরের বদরগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানচালক রুহুল আমিন (৩৬) হত্যা মামলার কিলিং মিশনের প্রধান রেজওয়ানসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)। সোমবার (১৬ জুলাই) দুপুরে রংপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রংপুর পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লা কাওছার।

গ্রেফতার দুইজন হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে আসামি রুকু পারভেজ ও কিলিং মিশনের প্রধান রেজওয়ান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ জুন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বাসিন্দা রুহুল আমিনের লাশ বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর বকশীগঞ্জ ঈদগাহ মাঠ সংলগ্ন অবসর নামক স্থানে কালভার্টের নীচ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয়। তদন্তের সময় পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (১৫ জুলাই) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে আসামি রুকু পারভেজকে আটক করে। তার কাছ থেকে নিহত ভ্যানচালক রুহুল আমিনের ব্যাহৃত মোবাইল ফোন সিমসহ উদ্ধার করা হয়। পরবর্তী কালে তাকে জিজ্ঞাসাবাদে কিলিং মিশনের প্রধান রেজওয়ানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

আরও জানানো হয়, আসামিরা স্বীকার করেছে তারা ভ্যানচালক রুহুল আমিনের কাছে কিছু টাকা পেতো। সে টাকা পরিশোধ না করায় এবং তার কাছে আরও টাকা আছে বিষয়টি নিশ্চিত হয়ে টাকা ও ব্যাটারিচালিত ভ্যান নেওয়ার জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করে তারা। পরিকল্পনা অনুযায়ী গত ৭ জুন মোবাইল ফোনে তাকে ডেকে এনে স্থানীয় বাজার থেকে লোহার টিউবওয়েলের হ্যান্ডেল কিনে ঘটনাস্থলে আসামিরা অন্যদের সহায়তায় রুহুলকে হত্যা করে লাশ ব্রিজের নীচে ফেলে দেয়। এই ক্লুলেস মামলাটি তদন্ত করে পিবিআই মেইন কিলারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লা কাওছার জানান, আটক আসামিরা কিলিং মিশনে অংশ নেওয়া অন্যদের নাম বলেছে। তাদের সবাইকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যেকোনও সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা