X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ব্যানার-বিলবোর্ডে সয়লাব হিলি, পেরেকে ক্ষত-বিক্ষত গাছপালা

হালিম আল রাজি, হিলি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:১২

বিলবোর্ড-ব্যানারের পেরেকে ক্ষত-বিক্ষত গাছপালা দিনাজপুরের হিলিতে বিজ্ঞাপন ও রাজনৈতিক প্রচারণা চালাতে গিয়ে শতবর্ষী গাছসহ বেশিরভাগ বৃক্ষের ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে। বড় বড় পেরেক এবং তারের বাঁধনে গাছগুলোতে লাগিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলের প্রচারণা ও নেতাদের শুভেচ্ছা জানিয়ে লাগানো ব্যানার ও বিলবোর্ড। এলাকার গাছগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের এতো পরিমাণ বিলবোর্ড লাগানো হয়েছে যা এখন দৃষ্টিকটু এবং সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। পাশাপাশি চিকিৎসক, ক্লিনিক, কলেজ, কোচিং সেন্টার ও বিভিন্ন কোম্পানির চমকপ্রদ বিজ্ঞাপনী ব্যানারেও প্রতিদিন ক্ষত-বিক্ষত হচ্ছে গাছগুলো।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল অবিলম্বে এসব ব্যানার ও বিলবোর্ড অপসারণ করে গাছগুলোকে রক্ষা করতে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সরেজমিন হিলি বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, হিলি-বিরামপুর সড়কের দুই পাশসহ হাকিমপুর উপজেলা ও হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ের গাছগুলোতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা বড় বড় আকারের বিলবোর্ড লাগিয়েছেন। শুধু নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর বিলবোর্ড নয়, গাছগুলোতে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনী বিলবোর্ড এবং রাজনৈতিক সংগঠনের প্রচারণামূলক বিলবোর্ড-ব্যানারও জায়গা করে নিয়েছে। পুরো উপজেলার বিভিন্ন হাট-বাজার এবং সড়কগুলোর পাশের গাছগুলোর একই অবস্থা। প্রচারণা চালাতে গিয়ে এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে যে ব্যানার-বিলবোর্ডে গাছগুলোই যেন ঢেকে ফেলা হয়েছে।

গাছগুলোতে জায়গা করে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের প্রচারণামূলক বিলবোর্ড-ব্যানার হিলি বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি বাজারকে ঘিরে ৪/৫টি শতবর্ষী রেইনট্রি গাছ রয়েছে। গাছগুলোতে এতো পরিমাণ বিলবোর্ড লাগানো হয়েছে যে সেগুলো এখন বিলবোর্ডের গাছে পরিণত হয়েছে। গাছগুলোর সৌন্দর্যও আজ হারিয়ে যেতে বসেছে। গাছগুলো রক্ষায় দ্রুত এসব গাছ থেকে বিলবোর্ড অপসারণ করা দরকার।’

হিলির ছাতনি রাউতারা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার বিভিন্ন সড়ক এবং বাজার এলাকায় অবস্থিত গাছগুলোতে পেরেক ঠুকে বা তার দিয়ে বেঁধে বিলবোর্ড লাগানোর কাজটি খুবই অমানবিক। গাছগুলো থেকে দ্রুত বোর্ড অপসারণ করে সেগুলো রক্ষা করা দরকার।’

দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর হাম্মাদুল বার বলেন, ‘গাছের জীবন আছে, কিন্তু প্রতিবাদ করতে পারে না। এই পেরেক মারাত্মকভাবে গাছের ক্ষতি এবং স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করছে। পেরেক মারায় বাকলটি ক্ষতিগ্রস্ত হয়ে সেই পথ দিয়ে জীবাণু প্রবেশ করে গাছকে রোগাক্রান্ত করছে এবং জাইলিম ভেসেল ও ফ্লয়েলের ব্যাঘাত ঘটাচ্ছে। ফলে উদ্ভিদের ক্ষতিসাধন হচ্ছে, অনেক ক্ষেত্রে গাছ মরেও যাচ্ছে।’ গাছ ও প্রকৃতি রক্ষার জন্য মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘গাছ রক্ষা পেলেই পরিবেশ ও প্রকৃতি রক্ষা পাবে। বাঁচবে মানুষের জীবন।’

তবে হাকিমপুর উপজেলা বন কর্মকর্তা সামসুল আলম বলেছেন, ‘গাছগুলো রক্ষায় বিলবোর্ড-ব্যানার অপসারণে আমাদের  কিছুই করার নেই।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ কোনও ধরনের অভিযোগ দেননি। তাই কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অচিরেই সংশ্লিষ্ট বনবিভাগকে সঙ্গে নিয়ে গাছগুলো থেকে বিলবোর্ডসহ প্রচারণা সরঞ্জাম অপসারণ করা হবে।’

 

/টিটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
দুর্নীতির মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম কারাগারে
দুর্নীতির মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম কারাগারে
পোশাক থেকে ঘামের দাগ উঠছে না? জেনে নিন করণীয়
পোশাক থেকে ঘামের দাগ উঠছে না? জেনে নিন করণীয়
দূরপাল্লার বাসের জানালার পাশের যাত্রীদের ব্যাগ-মোবাইল ছিনিয়ে পালিয়ে যেত হৃদয়!
দূরপাল্লার বাসের জানালার পাশের যাত্রীদের ব্যাগ-মোবাইল ছিনিয়ে পালিয়ে যেত হৃদয়!
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী