X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ২১:০৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২১:০৭

কুড়িগ্রামে অভিযানে আটক জাল পুড়িয়ে ফেলা হচ্ছে।

মা ইলিশ নিধন বন্ধে ব্রহ্মপুত্র নদে দিনভর অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার (১৬ অক্টোবর) জেলার সদর,উলিপুর,চিলমারী ও রৌমারী অঞ্চলাধীন ব্রহ্মপুত্র নদ থেকে এসব জাল জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ‘মঙ্গলবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেনের নেতৃত্বে ব্রহ্মপুত্র নদে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলার সদর উপজেলার মোঘলবাসা ও যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় জেলেদের নৌকা থেকে আট কেজি মা ইলিশ মাছও জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্টের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও পৃথক অভিযানে উলিপুরে ২ হাজার মিটার এবং রৌমারী ও চিলমারীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানান জিল্লুর রহমান।’

নদীতে জেলেদের উপস্থিতির তুলনায় অভিযান পর্যাপ্ত কি না, এমন প্রশ্নের জবাবে জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান অভিযানের স্বল্পতার কথা জানিয়ে বলেন, ‘জেলার চারটি উপজেলার বৃহৎ আয়তনের নদ-নদী জুড়ে ইলিশের বিচরণ ঘটছে। নদীতে পেশাদার জেলেদের পাশাপাশি অপেশাদার জেলেরাও ইলিশ শিকারের উদ্দেশে নৌকা নিয়ে জাল ফেলার চেষ্টা করছে। কিন্তু জনবল সঙ্কট এবং অভিযোনের জন্য অর্থ বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় সংখ্যক অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। তবুও আমরা সাধ্য মত চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!