X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বেরোবিতে ভর্তি পরীক্ষার সময় ছাত্রাবাস বন্ধের প্রতিবাদে প্রভোস্ট অবরুদ্ধ

রংপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৩:১১

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রাবাস বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (৩০ নভেম্বর) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন আবাসিক শিক্ষার্থীরা। হল প্রভোস্ট মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমান নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমার কিছু করার নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর বেরোবিতে ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩০ নভেম্বর সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের কারণে বঙ্গবন্ধু হল ও ছাত্রী হল থেকে আবাসিক শিক্ষার্থীরা চলে গেলেও শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থীরা কোনও অবস্থাতে হল ছাড়বেন না বলে জানিয়ে দেন।

এ ঘটনায় শুক্রবার সকাল ১০টার দিকে প্রভোস্ট ড. ফেরদৌস রহমান হলে গেলে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রভোস্টকে তার কক্ষে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন বিক্ষোভে কয়েকজন ছাত্রলীগ নেতা নেতৃত্ব দিচ্ছেন।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন আবাসিক শিক্ষার্থীরা আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ- পরীক্ষার আগে কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল বন্ধ রাখা হয় না। ভর্তি পরীক্ষার জালিয়াতিতে শিক্ষার্থীরা নয় বরং শিক্ষক-কর্মকর্তারা জড়িত, এটা অনেকেই জানেন। ফলে হল বন্ধ রাখতে হলে বিশ্ববিদ্যালয়ের সকল ডরমেটরি ভবন যেখানে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বাস করেন সেগুলোও বন্ধ করতে হবে। তা না হলে তারা কোনও অবস্থাতেই হল ছাড়বেন না।

তবে আন্দোলনে ছাত্রলীগ জড়িত নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া। তার মতে সামান্য ঘটনাকে এত বড় করে দেখার কিছু নেই। চাইলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি।

শহীদ মুখতার ইলাহী হলের সামনে আবাসিক শিক্ষার্থীদের অবস্থান শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ফেরদৌস রহমান জানান, হল বন্ধ রাখার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, সেটা শিক্ষার্থীদের বোঝাতে পারছি না।

এদিকে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি থাকা সত্বেও কোনও পুলিশ সদস্য আবাসিক হলে যায়নি বলে জানা গেছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মহিবুল ইসলামকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফরিদুল ইসলামকে বার বার খবর দেওয়া হলেও তিনি হলে আসেননি বলে হল প্রশাসনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান।

উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের পদক্ষেপ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে বার বার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

/টিটি/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
নিকলীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন কামাল ব্রিকস, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা