X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

নীলফামারী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০৯:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৯:৪০

সীমান্ত (ফাইল ছবি) নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পার্শ্ববর্তী ভারতীয় ভুজারীপাড়া সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি খলিল উর রহমান খলিল (৩৫) এর লাশ ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) আনুমানিক রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ-ভারতের ৭৯৩ নম্বর সীমান্তের প্রধান পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহত খলিলের লাশ ফেরত দেয় বিএসএফ। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত খলিল উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত. মকছেদ আলীর ছেলে। গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর রাতে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ সংলগ্ন ভারতের ভুজারীপাড়া সীমান্তের ৭৯১ নম্বর পিলারের ভেতরে খলিল অবৈধভাবে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই খলিল নিহত হন। পরে খলিলের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যান। নিহত খলিল গরু পাচারে রাখালের কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার দিন দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ খলিলের লাশ ময়নাতদন্ত শেষে ফেরত দেওয়ার আশ্বাস দেয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, ‘ভারতীয় হলদিবাড়ি থানায় এই নিহতের ঘটনায় একটি ইউডি মামলা করে লাশের ময়নাতদন্ত করেছেন তারা। আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি)  নীলফামারী জেলা মর্গে নিহত খলিলের লাশের পুনরায় ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

খলিলের লাশ ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন, ভারতের কোচবিহার জেলার হলদিবাড়ি থানার ওসি প্রবীন প্রধান ও বাংলাদেশের ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, কোচবিহার ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ভুজারীপাড়া ক্যাম্পের কমান্ডার আশিষ সিং, রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক আলী, ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নাজির উদ্দিন ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার