X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

২০১৪ সালের নির্বাচনও ছিল একতরফা: বদিউল আলম মজুমদার

নীলফামারী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১৬:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:০১

বক্তব্য রাখছেন বদিউল আলম মজুমদার (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশের দশম ও একাদশ সংসদ জাতীয় নির্বাচনকে একতরফা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল অশুভ আঁতাতের ফসল। এই ন্যাক্কারজনক দৃষ্টান্ত কারও জন্যই শুভ নয়; এটি কোনও কল্যাণই বয়ে আনবে না। ২০১৪ সালের নির্বাচনও ছিল একতরফা; যা দেশের ইতিহাসে আরেক কলঙ্কময় অধ্যায়।’

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সুজন সৈয়দপুর কমিটি আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘ইতোমধ্যে অনেক নির্বাচন একতরফাভাবে হয়েছে। তবে সেগুলোতে নির্বাচিত সরকার পরবর্তীতে সব দলের মতামতের ভিত্তিতে আবার নির্বাচন দিয়েছিল। কিন্ত ২০১৪ সালের নির্বাচনে গঠিত সরকার তা করেনি। বরং কথা দিয়েও তারা কথা রাখেনি। এ ধরনের দৃষ্টান্ত গণতন্ত্রের জন্য চরম হুমকি।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অত্যন্ত অশুভ আতাঁত হয়েছিল, নিবাচনকে একতরফাভাবে নিজেদের পক্ষে নেওয়ার জন্য। এ কারণেই ভোটকেন্দ্রগুলো ভোটারশূন্য ছিল। জনগণ রাজনৈতিক প্রক্রিয়া তথা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

তিনি বলেন, ‘কোনও দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে সে দেশে নানা অনিয়ম ও অরাজকতার বিস্তার ঘটে। এর ফলে রাষ্ট্রযন্ত্র দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। যার সুযোগ নিয়ে বিপথগামী চক্র প্রভাব বিস্তার করে পুরো রাষ্ট্রকে করায়ত্ব করতে তৎপর হয়।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী (অব.) নুরুজ্জামান জোয়ারদার। এতে আরও বক্তব্য রাখেন– প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, সাধারণ সম্পাদক এমএ করিম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার