X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অপহরণের ৫ দিন পর তরুণী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অপহরণের পাঁচদিন পর এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের ধরার জন্য অভিযান চললেও রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত ) তাদের ধরতে পারেনি পুলিশ। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম এ কথা জানান।

উদ্ধার হওয়া তরুণী ঘনশ্যামপুর গ্রামের এক সংখ্যালঘু পরিবারের মেয়ে।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম বলেন,‘শনিবার রাতে উপজেলার পৌরসভা এলাকার বাংলাগড় ফরিদপাড়া মহল্লা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তরুণীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় বাংলাগড় ফরিদপাড়া এলাকার ললিত ওরফে কাহি চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায়সহ (২০) ৬ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অপহৃত তরুণী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ছিট বহরমপুর গ্রামে তার নানির বাড়িতে বেড়াতে যায়। ৯ সেপ্টেম্বর সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে বসতপুর এলাকায় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রিপন চন্দ্র রায় ও তার লোকজন তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।

ওসি (তদন্ত) খায়রুল আলম বলেন, ‘পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে মামলা করেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৭ জনকে আসামি করে তার বাবা মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের ৭ ঘণ্টা পর রিপন চন্দ্র রায়ের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।’

এ ঘটনায় আসামীদেও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, অচিরেই তাদের ধরা হবে বলে জানান ওসি (তদন্ত) খায়রুল আলম

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে