X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গরিবের চালে ভেজাল দেওয়ায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০

গরিবের চালে ভেজাল দেওয়ায় ডিলারকে জরিমানা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চালে ভেজাল মেশানোর ঘটনায় ডোমারে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালত। ডিলার সামিউল ইসলাম হরিণচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ওই জরিমানা করেন।








উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তহিদুর রহমান জানান, ১০ টাকা কেজির চালে ভেজাল মেশানোর সংবাদ পেয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সামিউল ইসিলামের গোডাউনে অভিযান চালিয়ে ১৭ বস্তা খাবার অনুপযোগী নিম্নমানের চাল উদ্ধার করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা গোডাউনটি সিলগালা করে দেন। পরে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামিউল নিজের অপরাধ স্বীকার করলে ভ্র্যাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।

এ ঘটনায়, সামিউল ইসলাম জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে হতদরিদ্র ক্রেতারা অভিযোগ করেন, উপজেলার ৩২ জন ডিলারের মধ্যে অধিকাংশ ডিলারই খাদ্যগুদাম কর্মকর্তাদের সহায়তায় চালে ভেজাল মিশিয়ে বিক্রি করছেন।

তবে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, গুদাম হতে ডিলাররা ভালো চাল সংগ্রহ করে নিয়ে যান। পরে তারা চালের সঙ্গে নিম্নমানের চাল মেশান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, ডিলার সামিউল ১৭ বস্তা নিম্নমানের চাল গোডাউনে রাখা ও মেশানোর দায় স্বীকার করায়, তার থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!