X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পাতাসহ নতুন পেঁয়াজের দাম ৭৫ টাকা কেজি

নীলফামারী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ১৪:০৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:১৯

পাতাসহ নতুন পেঁয়াজ

নীলফামারীর সৈয়দপুরে প্রতি কেজি পেঁয়াজ ২৩০ টাকায় আর পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। শনিবার (১৬ নভেম্বর) সকালে সৈয়দপুর শহরের সবজি আড়তে গিয়ে দেখা যায়, পুরনোর পাশাপাশি নতুন পেঁয়াজও আমদানি হয়েছে। সরবরাহ ভালো থাকার পরও কমেনি পেঁয়াজের দাম। দুই দিন আগে পেঁয়াজ ২শ’ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা দরে। এর সঙ্গে চলতি মৌসুমে উঠা পাতাওয়ালা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। অধিকাংশ ক্রেতাই এখন নতুন পেঁয়াজ কিনছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পেঁয়াজ বিক্রেতা জানান, পুরোন পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। দাম সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত উঠতে পারে বলে তিনি জানান।

সৈয়দপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সাবের আলী অবশ্য ভিন্ন মত প্রকাশ করে বলেন, ‘নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, এ সপ্তাহের মধ্যে পুরোন পেঁয়াজের দাম কমে যাবে। বাজারে নতুন পেঁয়াজের আমদানির চেয়ে রফতানির পরিমাণ বেশি। নতুন পেঁয়াজ বাজারে আসা মাত্রই ব্যবসায়ীরা কিনে তা ঢাকাসহ সারা দেশে পাঠিয়ে দিচ্ছে। একারণে নতুন পেঁয়াজ উঠলেও স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমছে না।

এসময় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পেঁয়াজ নিয়ে এবার যে পরিস্থিতি হলো তা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ। চাহিদার সঙ্গে মজুদের চরম হেরফের সৃষ্টি হয়েছে। এখন এই অদূরদর্শীতার খেসারত দিতে হচ্ছে।’

সৈয়দপুর পাইকারি সবজি বাজারের আড়ৎদাররা দাম বাড়ার কারণ হিসেবে জানান, পাবনা ও কুষ্টিয়ার পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় বেশি দামে কিনতে হচ্ছে। এছাড়াও সম্প্রতি দক্ষিণাঞ্চলে বুলবুলের আঘাতে মানুষের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় সেখান থেকে পেঁয়াজ আসছে না। এসব কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া পাইকারি বাজারে গিয়ে আড়ৎদাররা কোথা থেকে পেঁয়াজ আমদানি করেছে এ সংক্রান্ত চালান দেখাতে ব্যর্থ  কয়েকজনকে জরিমানা করেছেন। এছাড়াও ওজনে কম দেওয়াসহ অতিরিক্ত দামে বিক্রির অপরাধে জরিমানা করেছেন। এরপরও শনিবার পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!