X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

দিনাজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৩

বিয়ের অনুষ্ঠানে এলাকাবাসী দিনাজপুরের বীরগঞ্জে কোনও যৌতুক ছাড়াই ২০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। নবদম্পতিদের দেওয়া হয়েছে নতুন পরিবার পরিচালনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে দিনাজপুরের বীরগঞ্জের বটতলী ফয়জিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে এ বিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা জানিয়েছেন, যৌতুকের কুপ্রভাব ও বিধিনিষেধের বিষয়টি ঘরে ঘরে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ২০ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। একে একে তাদের বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী। এ সময় তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে নবদম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

বিয়ের অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল বক্তব্য দিচ্ছেন আয়োজকরা জানান, এসব কনের বাবা-মা অত্যন্ত গরিব। তাদের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই বললেই চলে। উদ্দেশ্য কনেকে যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া এবং যৌতুকবিহীন বিয়ের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া।

বিয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় তিনি ২০ কনেকে উপহার হিসেবে শাড়ি দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘যৌতুক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সবাই যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সামাজিক অবক্ষয়ের হাত থেকে মুক্ত হবে সমাজ। যৌতুক দেওয়া কিংবা নেওয়া ধর্মীয়ভাবেও নিষিদ্ধ—এ ধরনের বিয়ে এ বার্তায় পৌঁছে দেবে প্রতিটি ঘরে ঘরে।’


/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড