X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নতুন আঙ্গিকে ছদ্মবেশী বাকশাল কায়েম করেছে আ. লীগ: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৩৮

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে মির্জা ফখরুল দেশের বর্তমান রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংবিধান সংশোধন করে দেশে নতুন আঙ্গিকে ছদ্মবেশী বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা স্বাধিকার আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ ।’

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে বালিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে যে কঠিন সময় পার করছে জনগণ, ১৯৭১ সালেও এতটা দুঃসময় বিরাজ করেনি দেশে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একাত্তরের আগে বহিঃশত্রু দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন দেশের ভেতরে ঘরের শত্রু মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে। বন্দুক-পিস্তল আর সন্ত্রাসীদের দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসে আছে ভোট ডাকাতের দল আওয়ামী লীগ ।’ তিনি বলেন, ‘সংবিধানে উল্লেখ রয়েছে দেশের মালিক জনগণ । সেই মালিকানাও কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট এ সরকার।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্বৃত্তদের হাতে, সন্ত্রাসীদের হাতে দেশের শাসনভার । দেশে সংসদীয় গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকার খর্ব হচ্ছে প্রতিনিয়ত । নির্বাচন কমিশনকে নিজেদের বগলে নিয়ে প্রহসনের নির্বাচন করছে অবৈধ এই সরকার ।’
চট্টগ্রামের উপনির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের মিথ্যাচার আমাদের আহত করেছে। তাকে করুণা করা ছাড়া আর কোনও উপায় নেই । জবাবদিহির অভাবে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে । প্রকাশ্যে দেশে খুন, হত্যা, ধর্ষণের উৎসব শুরু হয়েছে । সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা না ভেবে অনুষ্ঠান, উৎসব নিয়ে আওয়ামী লীগ ব্যস্ত। ঘুষ ছাড়া কোনও কাজ হচ্ছে না । ঘুষ দিয়ে শুধু নয়, আওয়ামী লীগের সিল ছাড়া চাকরি-বাকরি হয় না । এজন্য কি দেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছিল?’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া কারাগারে বন্দি থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন । তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। তিনি বাইরে থাকলে সরকারের অপকর্ম ফাঁস হবে এই ভয়ে তাকে জেলে আটক রাখা হয়েছে।’
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলের সহযোগী সংগঠনের নেতারা । সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন লাল প্রমুখ ।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা