X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাদসহ ১৬ জনকে পদ দেওয়ায় রওশনের ওপর রংপুরের নেতাকর্মীরা ক্ষুব্ধ

লিয়াকত আলী বাদল, রংপুর
১৯ জানুয়ারি ২০২০, ১২:২৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৪:০৬

জাতীয় পার্টি জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদসহ ১৬ জনকে পদ দেওয়ায় রংপুরে দলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের নির্দেশনা দলে বিভাজন তৈরি করবে বলে সতর্ক করে দিয়েছেন জাপার জেলা ও মহানগরের নেতাকর্মীরা। এছাড়া রওশন এরশাদের এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই বলেও তারা মন্তব্য করেছেন।

এ ব্যাপারে রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক ও যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির বলেছেন, ‘দলের সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন করে বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে। সেখানে সারাদেশের নেতাকর্মীদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী রওশন এরশাদকে চিফ প্যাট্রন করা হয়েছে। আর দলের সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেওয়া হয় চেয়ারম্যান জিএম কাদেরকে। তারপরও রওশন এরশাদ কোন ক্ষমতাবলে ১৬ জনকে বিভিন্ন পদবি দিলেন? এভাবে নিজের খেয়াল খুশিমতো কিছু করার ক্ষমতা দল তাকে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘রওশন এরশাদ এর আগে প্রয়াত চেয়ারম্যান এরশাদকে বেকায়দায় ফেলানোর জন্য বিভিন্ন সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এতে করে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এ ধরনের কোনও সিদ্ধান্ত না নিয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী কাজ করতে তার প্রতি আহ্বান জানাই।’

রংপুর সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর জাপার সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘তিনি (রওশন) বারবার যা ইচ্ছা তাই করবেন, তা হতে পারে না। আমরা দলের নেতাকর্মীরা তার এ ধরনের সিদ্ধান্ত মানতে পারি না।’

তিনি আরও বলেন, ‘এবার দলের সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান জিএম কাদেরকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে। রওশন এরশাদের দলের কোনও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ কিংবা দলের কোনও বিষয়ে তার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। ইচ্ছা করলে তিনি নিজের ছেলে সাদসহ ১৬ জনকে পদবি দেওয়ার আগে দলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারতেন। কিন্তু তা করেননি।’

মহানগর সভাপতি বলেন, রংপুর হচ্ছে জাপার দুর্গ। এখানে রওশন এরশাদের কথায় নয়, জিএম কাদেরের কথায় দল চলবে।

একই কথা জানান রংপুর জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দলের গঠনতন্ত্র সবাইকে মানতে হবে। রওশন এরশাদ এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যা দলের গঠনতন্ত্র বিরোধী এবং রংপুরে নেতাকর্মী মানবে না।’

রংপুরে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, রংপুরে রওশন এরশাদের কোনও স্থান নেই। তিনি দলের চিফ প্যাট্রন। তা নিয়ে থাকা উচিত। বাড়াবাড়ি করলে তার সম্মানহানি হবে। রংপুরের সর্বস্তরের নেতাকর্মীরা জিএম কাদের ছাড়া আর কারও নির্দেশনা মানবেন না।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
খুলনায় বজ্রসহ বৃষ্টি
খুলনায় বজ্রসহ বৃষ্টি
কালবৈশাখী বয়ে যেতে পারে সারা দেশে
কালবৈশাখী বয়ে যেতে পারে সারা দেশে
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো