X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ইয়াবাসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ১৮:০৫আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৮:৩৪

নাগেশ্বরী উপজেলার রামখানার ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানার ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহ-সভাপতি সফিকুল ইসলামকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার রামখানা ইউনিয়ন থেকে ৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোখলেছুর রহমান জানান, এরশাদুল মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে শফিকুল ইসলামসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সভাপতি ফজলুল করিম সাজু বলেন, ‘এরশাদুল রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল। এর আগেও জেলা পুলিশ সুপার তাকে সতর্ক করেছিলেন। কিন্তু সে এরপরও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে বলে জানতে পেরেছি। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠাবো।’

নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘এরশাদুল হকের বিরুদ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর আগে তাকে থানা পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। সম্প্রতি সে বিয়ে করেছে। বিয়ে করার পর ছাত্রলীগের পদ এমনিতেও থাকে না। জেলা কমিটি না থাকায় তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নিতে পারছি না।’

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল। এবারও তাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।’

ডিবি পুলিশ কুড়িগ্রামের ওসি মোখলেছুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।’

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ