X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আসামিদের সুরক্ষায় পুলিশের জীবাণুনাশক স্প্রে

দিনাজপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৭:৪৭আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৭:৪৯

আসামিদের সুরক্ষায় পুলিশের জীবাণুনাশক স্প্রে দিনাজপুর কোতোয়ালি থানার সামনে পুলিশের একটি গাড়ি অপেক্ষা করছে চার আসামিকে আদালতে নিয়ে যাওয়ার জন্য। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টা ৫৪ মিনিটে থানা থেকে আসামিদের নিয়ে আসা হয় গাড়ির সামনে। গাড়িতে ওঠানোর আগেই তাদের শরীরে, হাতে-পায়ে স্প্রে করা হয় জীবাণুনাশক। প্রত্যেক আসামির শরীরে ভালভাবে স্প্রে করার পরই তাদেরকে উঠানো হয় গাড়িতে।
জানা গেছে, আদালতে নিয়ে যাওয়া ওই চার জনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
স্প্রে করার দায়িত্বে থাকা একজন কনস্টেবল, বোতলের মধ্যে স্যাভলন বা ডেটল, পানি ছাড়াও অন্যান্য কিছু জীবাণুনাশক রয়েছে। এসব স্প্রে করা হচ্ছে যাতে করে আসামিরাও করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকে। তাছাড়া আসামিদের আদালতে ব্যবহৃত যে গাড়িটি রয়েছে সেটিও যাতে জীবানুমুক্ত থাকে।
জানতে চাওয়া হলে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ
বলেন, একজন আসামিকেও সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব। এখন করোনা নিয়ে সবাই সচেতন। এই আসামিদের রাতে আটক করা হয়েছে, কাদের সঙ্গে মিশেছে সেটা বলা অসম্ভব। আবার তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে, তারাও অনেকের সঙ্গে মিশবে। যাতে করে তাদের শরীরে কোনও ধরনের ভাইরাস উপস্থিত না থাকতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আসামির ক্ষেত্রেই এটি করা হচ্ছে বলে জানান তিনি।


এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দিনাজপুরের বিভিন্ন রাস্তা, অলি-গলিতে জীবাণুনাশক স্প্রে করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। সকাল থেকেই জেলা শহরসহ ১৩টি উপজেলায় ৩টি ইউনিটে বিভক্ত হয়ে টহল দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছে র্যা ব ও পুলিশ। তারা হ্যান্ড মাইকে ঘোষণার
পাশাপাশি রাস্তাঘাটে অযথা চলাচলকারীদের বাড়িতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সকাল থেকেই এমন অবস্থায় জেলা শহরের রাস্তাঘাটগুলো একেবারেই ফাকা, সুনশান নীরবতা বিরাজ করছে পুরো শহরজুড়ে।


দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করতে জেলায় গত কয়েকদিন ধরেই পুলিশ কাজ করছে। সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি সচেতনাতমূলক গান পরিবেশিত হচ্ছে। এছাড়াও প্রতিটি থানা, পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন্স কিংবা পুলিশ ফাঁড়িগুলোতে বাহির থেকে যাওয়া গাড়িগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
জুলাইয়ের ছাত্র-জনতা ‘মব’ নয়: উপদেষ্টা মাহফুজ আলম
জুলাইয়ের ছাত্র-জনতা ‘মব’ নয়: উপদেষ্টা মাহফুজ আলম
শ্রীলঙ্কায় সাকলাইন ১১তম
শ্রীলঙ্কায় সাকলাইন ১১তম
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন