X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

'নো মাস্ক নো সেলস'

হিলি প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২০:৫৯আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:৫৯

ব্যবসায়ী নেতাদের সঙ্গে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের বৈঠক দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে 'নো মাস্ক নো সেলস' কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে হাকিমপুর পৌরসভা কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে দোকান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ৩টায় হাকিমপুর পৌরসভায় মেয়রের কার্যালয়ে হিলির সব শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এই নির্দেশনা দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। আগামী শনিবার (৪ জুলাই) থেকে এই নির্দেশাবলী কার্যকর হবে।

মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ রোধে হিলিতে পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে নো মাস্ক এন্ট্রি কর্মসূচি চালু রয়েছে। যার কারণে দিনাজপুরের অন্যান্য স্থানে করোনা আক্রান্ত বেশি হলেও হিলিতে  নেই বললেই চলে বা বেশ ভালো অবস্থা। এর পাশাপাশি আরও কীভাবে ভালো থাকা যায়, সে লক্ষ্যে আগামী শনিবার থেকে হিলিতে 'নো মাস্ক নো সেলস' নামক নতুন কর্মসূচি শুরু করা হবে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি জানানো হয়েছে। মাস্ক ছাড়া ক্রেতা বা বিক্রেতা উভয়কে পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি কোনও দোকানি এই নির্দেশনা অমান্য করেন সে ক্ষেত্রে শাস্তি স্বরুপ তার দোকানটি তিন দিন, পাঁচদিন বা সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। সেইসঙ্গে নিজেদের সুরক্ষার স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।'

জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলা হিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি তাছির উদ্দিন, সিপি দোকান মালিক সমিতির সভাপতি শাহিদ মল্লিক বাবু ও চারমাথাস্থ মোটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম প্রধান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো