X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

টানা বৃষ্টিতে ডুবে গেছে নীলফামারীর নিম্নাঞ্চল

নীলফামারী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮

 




টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তা গত সাত দিনের টানা বৃষ্টির ফলে শনিবার (২৬ সেপ্টেম্বর) নীলফামারীর নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে ডুবে গেছে শহর ও গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ির আঙিনা ও ফসলি জমির মাঠ। বেড়েছে ছোট বড় নদীর পানি।










জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া চিকলি নদীর তীরবর্তী প্রায় ৫০০-৭০০ পরিবারের বাড়িঘরে পানি উঠার উপক্রম হয়েছে। আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন।

কুমারগাড়ী গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (৬৮) জানান, আমার বাড়ি নদী তীরবর্তী হওয়ায় পরিবার পরিজন নিয়ে আতঙ্কে আছি। বিষয়টি নিশ্চিত করেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।
এদিকে, জেলা শহরের নিউবাবুপাড়া, সওদাগর পাড়া, বারাইপাড়া, মিলন পল্লী, বাবুপাড়া, সবুজ পাড়া, শাহীপাড়া’সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট তলিয়ে গেছে।
সদরের রামনগর ইউনিয়নের চাঁদের হাট কলেজ পাড়া গ্রামের বাসিন্দা পরিতোশ রায় (৩২) মুঠোফোনে জানান, এলাকার শতাধিক বাড়ির উঠানে পানি জমেছে। পানবন্দি হয়েছে অনেকে মানুষ। চুলা জ্বালিয়ে রান্না করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়।
বেড়েছে মানুষের ভোগান্তি নীলফামারী পৌর শহরের শাহীপাড়া, নিউবাবুপাড়া মহল্লার বাসিন্দা যথাক্রমে জুয়েল ইসলাম (২৮) ও বিপ্লব হোসেন (৩৪) জানান, গত রবিবার থেকে অনবরত বৃষ্টির কারণে অলিগলি ডুবে যায়। নিউবাবু পাড়ার মুরগি হাটি মহল্লায় পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে বাড়ির উঠানে পানি জমে যায়। পথচারী ও বয়স্করা পড়েছেন বড় বেকায়দায়। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। টানা বৃষ্টি আর করোনা শ্রমজীবি মানুষকে নাজেহাল করে তুলছে।
বাবুপাড়ার গৃহিনী গোলাপী বেগম জানান, সাত দিনের টানা বৃষ্টিতে বাসার পাশের ড্রেনগুলো উপচে রাস্তাঘাট ও বাড়িঘরের আঙিনা পানিতে ডুবে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এমন হয়েছে বলে, এলাকাবাসীর অভিযোগ। শহরের বিভিন্ন রাস্তাঘাটে থমকে গেছে যান চলাচল। পথচারীরা হাঁটু পানি পেরিয়ে চলাচল করছে।
সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী লোকমান হাকিম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতি আরও দুই-তিন দিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, তিস্তা ব্যারাজের গেজ পাঠক নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৬ মিলিমিটার।
ডালিয়া পানি উন্নয়ন বোডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তা নদী’সহ জেলার চারালকাটা, যমুনেশ্বরী, চিকলি, কুমলাই, দেওনাই নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিপৎসীমার (৫২.৬০) ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ওই পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহ অব্যাহত ছিল।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম