X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

চিলাহাটি হয়ে ভারতে গেলো বাংলাদেশের ট্রেন

নীলফামারী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ২২:২৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:২৫

 




চিলাহাটিতে বাংলাদেশের ট্রেন চিলাহাটি ও হলদিবাড়ী রেলপথ সংযোগের কাজ শেষ করেছে দুই দেশই। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষজ্ঞ দল রেল ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।







সেখানে দুই দেশের বিশেষজ্ঞরা ট্রেন চলাচলের বিষয়ে চুড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চালায়। একইভাবে ভারতের একটি রেল ইঞ্জিন গত ৮ অক্টোবর সকাল ১১টার দিকে বাংলাদেশ অংশে প্রবেশ করে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবার তা ফিরে যায়। আজ বিকালে বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয় ভারতীয় রেলওয়ে কতৃপক্ষ।
সুত্র জানায়, স্বাধীনতার ৫৫ বছর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এটির উদ্ধোধন করবেন।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম জানান, আজ মঙ্গলবার বাংলাদেশ থেকে একটি বিশেষজ্ঞ দল একটি রেলওয়ে ইঞ্জিন নিয়ে ভারতে গেছে। সেখানে ভারতীয় বিশেষজ্ঞ দলের সঙ্গে দুই দেশের ট্রেন চলাচলের বিষয়েও আলোচনা করেছে। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী আল ফাতাহ মোহাম্মদ মাসুদুর রহমান, প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম, পাকশি রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন, উত্তর-পূর্ব রেলওয়ের প্রধান প্রকৌশলী জেপি শিং, উপপ্রধান প্রকৌশলী ভিকেমিনা ও নির্বাহী প্রকৌশলী পিকেজে।
ভারতে প্রবেশ করছে বাংলাদেশের ট্রেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের ২৮ আগস্ট চিলাহাটির জিরো পয়েন্টে ভারত-বাংলাদেশের সংযোগ স্থলে রেলপথ নির্মাণ কাজের পরিদর্শন করেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। ওই সময় তিনি জানিয়েছিলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠিকভাবে এটির উদ্ধোধন করবেন। তবে তা বৈশ্বিক করোনা মহামারি পরিস্থির ওপর নির্ভর করবে। অন্যথায় ভিডিও কনফারেন্সর মাধ্যমে সম্পন্ন হবে।
উল্লেখ্য, ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির পরও দুই দেশের যাত্রী ও মালবাহী রেল চলাচল করতো। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর রেলপথটি বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে রেলপথটি চালুর উদ্যোগ গ্রহণ করেন।
বাংলাদেশের রেলপথটি চালু করতে মোট ব্যয় হয়েছে ৮০ কোটি ১৭ লাখ টাকা। এই প্রকল্পের মধ্যে রয়েছে চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ ও ২ দশমিক ৩৬ কিলোমিটার লুপ লাইন নির্মাণসহ অন্য অবকাঠামো। গত বছরের ২১ সেপ্টেম্বর চিলাহাটি রেল স্টেশন চত্বরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রেলপথমন্ত্রী।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক