X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ০৩:৫৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৩:৫৪

ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ ব্যবসায়ী শিমুল মিয়াকে (২৫) হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলামকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় এই মামলা করা হয়। মঙ্গলবার (২২ ডিসেস্বর) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মেহেদী হাসান জানান, নিহতের বড় ভাই রায়হান আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, তার সহযোগী রবিউল ও মেনহাজসহ আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে শিমুলের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শিমুলকে অপহরণ করে পিটিয়ে বস্তাবন্দি করে ধানক্ষেতে ফেলে রাখে আসামিরা। পরে সে মারা যায়।

ওসি আরও জানান, শিমুল মিয়া বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের আব্দুল মুতাল্লির ছেলে। সে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে শিবগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, অগ্নিসংযোগ ও নারী-শিশু নির্যানের অন্তত ১১টি মামলা রয়েছে। অপরাধ জগতের নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ মনে করছে। এ জন্য গুরুত্ব দিয়ে পুলিশের পাশাপাশি পুলিশ বুরো অব ইনভেস্টিগশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে বলেও জানান ওসি।

উল্লেখ, সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার পর গোবিন্দগঞ্জের ঘুমানিগঞ্জ (নেংড়াবাজার) এলাকার রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে বস্তাভর্তি অবস্থায় শিমুলকে উদ্ধার করেন পথচারী ও স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে ফুলপুকুরিয়া বাজার থেকে তার লাশ উদ্ধার করে। শিমুলের পা ভাঙাসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরদিন সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?