X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
উলিপুর পৌর নির্বাচন

বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি ও বাড়িতে হামলার অভিযোগ প্রার্থীর

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ০৬:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৬:৩৫

নির্বাচনে দলীয় নেতাকর্মী ও ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা। সোমবার ( ২৪ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি দলীয় এই মেয়র প্রার্থী অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন ধানের শীষের প্রচারণা না করা ও ভোট কেন্দ্রে এজেন্ট নিয়োগ না দিতে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত  শনিবার (২৩জানুয়ারি) ১নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণায় গেলে এক মহিলা কর্মীকে লাঞ্ছিত করে লিফলেট ছিঁড়ে প্রচারণা বন্ধ করতে বাধ্য করা হয়। এছাড়াও গত রবিবার গভীর রাতে নৌকা প্রতীকের পক্ষে প্রায় ৩৫-৪০ জন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে ১ নং ওয়ার্ডের বিএনপি কর্মী আজিজার রহমান মাস্টার ও আতাউর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

তবে পরিস্থিতি যাই হোক শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। এসময় সুষ্ঠু ও নিরপক্ষ ভোট করতে প্রশাসনকে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি দলীয় এই মেয়র প্রার্থী। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, উপজেলা বিএপির সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, নূরে ছাবা স্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন প্রমুখ।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকীব বিএনপি প্রার্থীর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘উলিপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জকে (ওসি) পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার অন্যান্য অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি