X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে অটোচালক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ১৭:৫৬আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৭:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে মো. রাজু (২৭) নামে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রাজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মোশারফ হোসেন মুসার ছেলে।

বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অটোচালক রাজুর বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের গোলাম রব্বানী নামে এক ব্যক্তি বাদী হয়ে আরও কয়েকজনের বিরুদ্ধে একই আইনে পৃথক আরেকটি মামলা করেন। তদন্ত ও গ্রেফতারের স্বার্থে মামলার আসামিদের নাম গোপন রাখতে অনুরোধ করেছে থানা পুলিশ।

পুলিশ বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন অটোচালক রাজু। বৃহস্পতিবার বিকেলে তাকে থানায় আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

অপরদিকে জিজ্ঞাসাবাদের পর আরও কয়েকজন এমন ঘটনার সাথে জড়িত সন্দেহে আরেকটি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অটোচালকের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই আবদুস সোবহান জানান, গ্রেফতার আসামি রাজুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। অটোচালক এমন কাজ নিজেই করেছে না অন্য কারও পরামর্শে ঘটনা ঘটিয়েছে- পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম প্রধান শনিবার দুপুরে টেলিফোনে বলেন, আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত এ ব্যাপারে শুনানির দিন ধার্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে লাগাতার ‘অসহযোগ কর্মসূচি’, শনিবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে লাগাতার ‘অসহযোগ কর্মসূচি’, শনিবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি
স্ত্রী-কন্যাসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্ত্রী-কন্যাসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ৭১ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ৭১ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
সর্বাধিক পঠিত
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন