X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কেজিতে ১০০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

হিলি প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ১৮:৩২আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৮:৩২

ভারত থেকে আমদানির পর দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে দেশীয় কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা করে কমেছে। এদিকে কাঁচা মরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝে।

শুক্রবার (২০ আগস্ট) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই পর্যাপ্ত পরিমাণে দেশি কাঁচা মরিচের সরবরাহ রয়েছে। সরবরাহ বাড়ার কারণে দাম আগের তুলনায় কমতির দিকে। এক সপ্তাহ পূর্বে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা কাঁচা মরিচ স্থানীয় বাজারে থাকে না। এগুলো সরাসরি ঢাকায় চলে যাচ্ছে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু দিন পূর্বে আমরা কাঁচা মরিচ কিনেছিলাম ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। এর কয়েকদিন পর দাম বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকা হয়ে যায়। এতে নিম্নআয়ের মানুষ চরম বিপাকের মধ্যে পড়ে। যেখানে এক কেজি কাঁচা মরিচ কিনতাম সেখানে ২৫০ গ্রাম কিনেছি। তবে ভারত থেকে আমদানির পর অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বর্তমানে আবারও পূর্বের মতো দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।’

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমতে থাকে। ফলে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। এ অবস্থায় দেশে কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দেওয়ায় হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এমন খবরে ব্যবসায়ীরা কিছুটা কম দামে কাঁচা মরিচ ছাড়তে শুরু করেছে, ফলে গত কয়েকদিনের তুলনায় নওগাঁসহ বিভিন্ন মোকামে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। আমরা এখন যেমন কম দামে কিনতে পারছি, তেমন কম দামে বিক্রি করতে পারছি। দেশীয় কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা করে কমেছে।’

/এফআর/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
বঙ্গবন্ধুর জন্মদিনে দুই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
কাউন্সিলরকে মারধরের আসামি গ্রেফতার, একদিন পর নাগরিক সেবা চালু
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!