X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেষদিনে অশ্রুসিক্ত স্কুলশিক্ষক, সজ্জিত গাড়িতে গেলেন বাড়ি

হিলি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫

দিনাজপুরের হিলির খাট্টাউছনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফের শেষ কর্মদিবস ছিল আজ (সোমবার)। দিনটি স্মরণীয় করতে রাখতে তাকে ফুল সজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দিয়েছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটি। অবসরের দিনে এমন সম্মান পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আব্দুল লতিফ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যখন সবকিছু শেষ করে বাড়ির উদ্দেশ্যে স্কুল থেকে বের হবো, ঠিক তখন দেখি একটি ফুল সজ্জিত গাড়ি স্কুলের সামনে হজির। কে আসছে জানতে চাইলে আমার সহকর্মীরা জানান, তাদের পক্ষ থেকে আমার জন্য এটা সারপ্রাইজ। আপনাকে এই গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হবে।’

অবসরের দিন এমন সম্মান পেয়ে অভিভূত আব্দুল লতিফ

আব্দুল লতিফ আরও বলেন, ‘এটা আমার জীবনের অনেক বড় পাওয়া ও সম্মানের। এর জন্য যারা আয়োজক তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর সবুর আকন্দ বলেন, আজ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফের শেষ কর্মদিবস ছিল। দিনটিকে স্মরণীয় রাখতে তাকে সম্মান জানানোর জন্য বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৯৮৩ সালের ১২ই জুন খাট্টাউছনা দ্বিমুখী বিদ্যালয়ের সহকারী হিসেবে যোগ দেন আব্দুল লতিফ। আজ ছিল তার সাড়ে ৩৮ বছরের শিক্ষকতার শেষ দিন। এ উপলক্ষে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

দুপুরে খাওয়ার পর একটি ফুল সজ্জিত গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে হিলি বাজারের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর সবুর আকন্দ, প্রধান শিক্ষক মোশারোফ হোসেন, অন্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যসহ বিদ্যালয়ের সাবেক কয়েকজন ছাত্র উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ