X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর জাল করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ

হিলি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ২১:১৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৫২

দিনাজপুরের হিলিতে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের আবেদন না করলেও কেন্দ্র সচিবকে দিয়ে চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর জালিয়াতি করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সেই সঙ্গে কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে কেন্দ্র সচিব তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন দাবি করে বোর্ড কর্তৃক কেন্দ্র পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন।

চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। যার অনুলিপি শিক্ষামন্ত্রী, দিনাজপুর-৬ আসনের এমপি, জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ, নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ানগড় উচ্চ বিদ্যালয়, ডাঙ্গা পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আসছিল। কিন্তু গত ১৮ অক্টোবর কেন্দ্র পরিবর্তন করে বিরামপুর উপজেলার কাটলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র করা হয়। অথচ চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পক্ষ থেকে কেন্দ্র পরিবর্তনের আবেদন করা হয়নি। কাটলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নিজ স্বার্থে তাদের স্বাক্ষর জাল করে কেন্দ্র পরিবর্তনের কাজটি করেছেন। 

অভিযোগে বলা হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কাটলা উচ্চ বিদ্যালয় অনেক দূরে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার সম্ভাবনা খুবই কম। শিক্ষার্থীরা নিজ উপজেলা থেকে অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে অনিচ্ছুক। দূরত্বের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মতামতের ওপর গুরুত্ব দিয়ে আগের স্থানে পরীক্ষা কেন্দ্র আনার দাবি জানাই। 

কাটলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হাকিমপুরের চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর জাল করে কেন্দ্র পরিবর্তনের যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে বোর্ড এখানে আনার পেছনে আমার হাত নেই। কেন্দ্র এই বিদ্যালয়ে থাকলে কিংবা না থাকলে আমার সুবিধা নেই। এটি বোর্ডের বিষয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান জহির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, তারা আমার কাছে এসেছিলেন। তাদের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে তাদের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত দিতে বলেছিলাম। তারা দরখাস্ত দিয়েছেন, এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

/এএম/
সম্পর্কিত
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বশেষ খবর
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল