X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কাঁচা মরিচের কেজি ৫০ টাকা, আমদানি বন্ধ

হিলি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৬:০৬আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬:০৬

সরবরাহ বাড়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকারিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা। দুই দিন আগেও প্রতিকেজি কাঁচা মরিচ ৭০ টাকা বিক্রি হয়েছিল। একইভাবে খুচরা বাজারে ২০ টাকা কমে ৬০ টাকা বিক্রি হচ্ছে; যা আগে ৮০ টাকা ছিল।

এদিকে, কাঁচা মরিচের দাম কমায় খুশি নিন্মআয়ের মানুষ। অপরদিকে, দেশি কাঁচা মরিচের দাম কমায় বন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে গেছে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা বাবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে কাঁচা মরিচের দাম বেশি ছিল। আমাদের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এখন কেজি ৬০ টাকা পাওয়া যাচ্ছে। আগে যেখানে ২৫০ গ্রাম নিতাম এখন ৫০০ গ্রাম কিনছি। কাঁচা মরিচের দাম কমায় আমাদের সুবিধা হয়েছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে আবহাওয়াজনিত কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়। ফলে বাজারে সরবরাহ কমায় দাম বেড়ে যায়। এখন আবহাওয়া অনেকটা ভালো থাকায় ও শীত পড়ায় মরিচের উৎপাদন ভালো। দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ উঠতে শুরু করেছে। এতে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আগে শুধু নওগাঁর কাঁচা মরিচ এলেও এখন বগুড়া থেকে আসতে শুরু করেছে। আগে যেসব হাটে এক থেকে দেড়শ মণ মরিচ উঠতো বর্তমানে দুই থেকে আড়াইশ মণ উঠছে। সরবরাহ বাড়ায় কমেছে দাম।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ও দেশি কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় আমদানি করা হচ্ছিল। এই সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ উঠতে শুরু করায় সরবরাহ বাড়ছে। এখন ৫০ টাকা কেজি পাওয়া যাচ্ছে। দেশের বাজারে আমদানিকৃত কাঁচা মরিচের চাহিদা ও দাম কমে যাওয়ায় আমদানি করে লোকসান গুনতে হচ্ছে। সর্বশেষ গত রবিবার বন্দর দিয়ে দুটি ট্রাকে ১৭ টন কাঁচা মরিচ আমদানি হয়। আমদানিকৃত এসব মরিচের ক্রেতা সংকট দেখা দেয়। বাধ্য হয়ে রংপুরসহ বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে ৫০ টাকা কেজিতে বিক্রি করতে হয়। এ জন্য আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা।

/এএম/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন