X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভারতে ওমিক্রন: হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

হিলি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৩

ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনার নেগেটিভ সনদ এবং স্বাস্থ্য পরীক্ষা ছাড়া যাত্রীরা স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরতে পারছেন না। এছাড়া .ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক চালকদেরও তাপমাত্রা পরিমাপ ও ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশে ফেরা যাত্রীরা।

ভারত থেকে দেশে ফেরা যাত্রী সুমন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ভারতের চেন্নাইতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। চিকিৎসা শেষে আজ দেশে ফিরলাম। তো করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে, তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। ভারত-বাংলাদেশ দুই দেশেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশে ফেরার আগেই করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে হচ্ছে। এর পরেও নানা পরীক্ষা-নিরীক্ষা জিজ্ঞাসাবাদ শেষে করে সন্তোষজনক হলেই তবে ছাড় পাওয়া যাচ্ছে। তিনি স্বাস্থ্যবিধি মেনেচলাসহ মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।  

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত মেডিক্যাল টিমের স্বাস্থ্য সহকারী ফয়সাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, করোনা সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করছে। করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে। তাই ভারত থেকে আসা প্রত্যেক পাসপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করতে হচ্ছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও যাতায়াতের হিস্টোরিসহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের মধ্যে করোনার কোনও লক্ষণ আছে কিনা তাও যাচাই করা হচ্ছে। কাউকে সন্দেহজনক মনে হলে তাদের হাসপাতালে করোনা টেস্টের জন্য পাঠানো হচ্ছে। পজিটিভ শনাক্ত হলে পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, করোনা সংক্রমণরোধে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলোতে। একইসঙ্গে ভারতীয় ট্রাকের চালক ও সহকারীদের তাপমাত্রা মাপা হচ্ছে। একইসঙ্গে তাদের মাস্ক ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি করোনার নতুন ধরন শনাক্তের ফলে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল