X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে তাপমাত্রা ১১.৫, শৈত্যপ্রবাহের বার্তা নিয়ে আসছে পৌষ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৪

অগ্রহায়ণের শেষ দিন আজ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পৌষ। চারদিকে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় পৌষের কড়া বার্তা দিচ্ছে কুড়িগ্রামের আবহাওয়া। বিকাল গড়াতেই তাপমাত্রা কমে মানুষদের উষ্ণ কাপড় পরিধানে বাধ্য করছে। রাতজুড়ে কুয়াশার দাপুটে উপস্থিতি সকালেও চারপাশ আবৃত রাখছে।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, শীতের তীব্রতা বেড়ে ডিসেম্বরেই একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে করে সারা দেশের অন্যান্য জেলার মতো উত্তরের এ জেলায় ছিন্নমূল মানুষের ভোগান্তি বাড়বে। তবে শীত মোকাবিলায় জনভোগান্তি সহনীয় মাত্রায় রাখতে সরকারের সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার (কৃষি ও সিনপটিক) সূত্র জানায়, জেলায় গত কয়েকদিন ধরে ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে। বুধবার (১৫ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২০ ডিসেম্বরের পর জেলায় একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার।

এদিকে, শীতের তীব্রতা বাড়ায় কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়ছে। সামর্থ্যবানদের চাহিদা থাকায় বৈদ্যুতিক দোকানগুলোতে গ্রিজার আর ইলেকট্রিক ক্যাটলির বিক্রিও বেড়েছে। তবে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের সীমান্তবর্তী গ্রাম মশালের চর। ওই গ্রামের বাসিন্দা দিন মজুর হামিদুল ইসলাম। বন্যা মোকাবিলা করে পরিবার নিয়ে টিকে থাকা হামিদুলের এবারের চিন্তা শীত নিয়ে। বলেন, ‘বানে নৌকায়, মাচায় উঠে জীবন বাঁচাই। কিন্তু শীতে বউ-বাচ্চা নিয়া আরেক বিড়ম্বনা। এর ওপর ঠান্ডায় কাজ করতে না পারলে খাওয়ার কষ্ট সহ্য করা লাগে। শীত বেশি হলে মাঠে কাজ করতে খুব কষ্ট হয়, হাত পা হিম হয়ে যায়।’

প্রান্তিক মানুষের এমন কষ্টের কথা ভেবে স্থানীয় প্রশাসন শীত নিবারণে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। এ ছাড়াও বেসরকারি পর্যায়েও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, শীত মোকাবিলায় জেলার ৯ উপজেলায় ও তিন পৌরসভায় ৩৫ হাজার ৭০০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও শীতার্তদের পোশাক কেনার জন্য উপজেলার চাহিদা ভেদে ৮ থেকে ১৪ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘শীতে জেলার মানুষ যেন কষ্ট না পান, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন এনজিও থেকেও কম্বল বরাদ্দ পাওয়া গেছে। উপজেলাগুলোতে সেগুলো বণ্টন করা হয়েছে। আশা করছি, শীতে মানুষের কষ্ট লাঘব হবে।’

/এফআর/
সম্পর্কিত
কয়েক জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে
বইছে শৈত্যপ্রবাহ, কেমন যাবে পুরো সপ্তাহ?
মাঘের শেষে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ