X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

রংপুর বিভাগে ৭ মাস পর করোনায় দুই নারীর মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১:০৩

দীর্ঘ সাত মাস পর রংপুর বিভাগে গত তিন দিনে করোনায় দুই নারীর মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ​চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, রংপুর বিভাগের আট জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য এক হাজার ৪১টি শয্যা রয়েছে। এর বেশিরভাগই জেলা সদর হাসপাতালগুলোতে। রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০০ শয্যা রয়েছে। এই হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে মাত্র আটটি। পাশাপাশি ​দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে ১৬টি আইসিইউ শয্যা। পুরো বিভাগে মোট ২৪টি আইসিইউ শয্যা রয়েছে। 

এ ছাড়া বেসরকারি হাসপাতালে রয়েছে ২০টি আইসিইউ শয্যা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি করোনা ইউনিট থাকলেও আইসিইউ শয্যা নেই। এখানে করোনা রোগীদের জন্য ৪০টি শয্যা রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে রংপুর কেরোনা ডেডিকেটেড হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে একজন আইসিইউতে রয়েছেন। 

অপরদিকে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের কেউ আইসিইউতে নেই।

সার্বিক বিষয়ে জানতে চাইলে উপ-পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, রংপুর বিভাগে ওমিক্রনে আক্রান্ত রোগী এখনও শনাক্ত হয়নি। তবে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। ২৩টি আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে। 

তিনি বলেন, ওমিক্রম মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। ডেডিকেটেড করোনা হাসপাতাল ছাড়াও জেলার সব সদর হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

/এএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শেয়ালের মাংস বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড
শেয়ালের মাংস বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড
বিশ্বে ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত, ‘বিস্ময়কর মাইলফলক’: জাতিসংঘ
বিশ্বে ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত, ‘বিস্ময়কর মাইলফলক’: জাতিসংঘ
ওয়েব চেক-ইন চালু করছে বিমান
ওয়েব চেক-ইন চালু করছে বিমান
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে চাকরি, পদসংখ্যা ১৭৩
সরকারি চাকরির খবরদুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে চাকরি, পদসংখ্যা ১৭৩
এ বিভাগের সর্বাধিক পঠিত
বাজারে কাঁচা লিচু, খেলে মৃত্যুও হতে পারে
বাজারে কাঁচা লিচু, খেলে মৃত্যুও হতে পারে
হিলি দিয়ে এসেছে ৫৮৭ টন সরিষা
হিলি দিয়ে এসেছে ৫৮৭ টন সরিষা
বেনাপোলে মাংকিপক্স নিয়ে সতর্কতা, নির্দেশনা পায়নি হিলি 
বেনাপোলে মাংকিপক্স নিয়ে সতর্কতা, নির্দেশনা পায়নি হিলি 
তিস্তার সেচে ১১০০ কোটি টাকার বোরো উৎপাদন
তিস্তার সেচে ১১০০ কোটি টাকার বোরো উৎপাদন