X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শীতে কাবু উত্তরের জনপদ, দেখা মেলেনি সূর্যের

পঞ্চগড় প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৫:৩২আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭:৪৮

হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন। শনিবার (২২ জানুয়ারি) পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তর-পশ্চিমাঞ্চলের ঠান্ডা বাতাসে কাবু মানুষ। এতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আজকের তাপমাত্রা থেকে আরও পড়ুন।

সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। পুরো জেলা মেঘাচ্ছন্ন হয়ে আছে। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে শীত উপেক্ষা করে কাজে বের হলেও অনেকেই সকাল থেকে শহরের মোড়ে মোড়ে কাজের খোঁজে ভিড় করছেন। 

শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হয়েছেন। বেড না পেয়ে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতালগুলোর বহিঃবিভাগেও রোগীর চাপ বেড়েছে। স্বল্প জনবল নিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। 

শীতে কাবু উত্তরের জনপদ

জেলা সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান জানান, পঞ্চগড়ে শীতের প্রকোপ একটু বেশি ও দীর্ঘস্থায়ী। এর ফলে এখানে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেশি। সীমিত সাধ্যের মধ্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩৪ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কী করা উচিত চালকদের
দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ কমে আসতে পারে
সর্বশেষ খবর
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি