X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বেড়েছে তাপমাত্রা, আবারও বৃষ্টিপাতের শঙ্কা

দিনাজপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩০

উত্তরের জেলা দিনাজপুর একদিনের ব্যবধানে বেড়েছে তাপমাত্রা। একইসঙ্গে বাতাসের আদ্রতা ও গতিবেগও কমেছে। এতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। যদিও আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন আগামী ৪ ফেব্রুয়ারির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আবারও কমে যেতে পারে তাপমাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি ২০২২) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। 

এর আগে, সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।
 
হিসাব অনুযায়ী একদিনের ব্যবধানে দিনাজপুরের তাপমাত্রা বেড়েছে এক দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে কমেছে বাতাসের আদ্রতা ও গতিবেগ। সকালে দেখা দিয়েছে সূর্য, রয়েছে প্রখরতা। এতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। যদিও তাপমাত্রার হিসেব অনুযায়ী এখনও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সোমবার দিবাগত রাত থেকেই তাপমাত্রা অল্প অল্প করে বাড়ছে। পাশাপাশি আকাশে মেঘের উপস্থিতিও দেখা দিয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি বা এর আশপাশের সময়ে দেশের কিছু কিছু স্থানে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে যেতে পারে। দিনাজপুর জেলাতেও এই বৃষ্টিপাত হতে পারে। 

দিনাজপুরে জেলার পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৪; কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ ; রংপুরে ১০ দশমিক ৬; ডিমলায় ৯ দশমিক ৮; নওগাঁয় ৯ দশমিক ৮; রাজশাহীতে ১০ দশমিক ৪; পাবনায় ১০ দশমিক ৫; যশোরে ১২ দশমিক ৬; চুয়াডাঙ্গায় ১১ দশমিক শূন্য; শ্রীমঙ্গলে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা (সকাল ৬ টা) রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 



/টিটি/
সম্পর্কিত
বইছে শৈত্যপ্রবাহ, কেমন যাবে পুরো সপ্তাহ?
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়