X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা

হিলি প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ২০:৫৬আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:৫৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিল অব এন্ট্রি সাবমিট করতে না পারায় আমদানিকৃত পণ্য খালাস বন্ধ রয়েছে। বুধবার (০৯ মার্চ) সকাল থেকে সার্ভারের ত্রুটি না সারায় আমদানিকৃত বিশেষ করে পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা।

কাস্টমস সূত্রে জানা গেছে, সকাল থেকে হিলি স্থল শুল্ক স্টেশনের জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় কাস্টমসে আমদানি-রফতানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত কাস্টমসের সার্ভার না আসায় কোনও কার্যক্রম শুরু হয়নি। এতে বন্দর থেকে পেঁয়াজসহ অন্যান্য পণ্য ছাড় বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদ হোসেন বলেন, সকাল থেকে কাস্টমসের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এ অবস্থায় আমরা আমদানিকৃত পণ্যের কোনও বিল অব এন্ট্রি সাবমিট করতে পারিনি। পণ্যের বিল অব এন্ট্রি নিয়ে ঘুরছি, কোনও কাজ হচ্ছে না। এ বিষয়ে আমরা কাস্টমসে যোগাযোগ করেছি। তারা আমাদের অপেক্ষা করতে বলেছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সেই ধারাবাহিকতায় আজ বন্দর দিয়ে বিভিন্ন আমদানিকারকের ৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু কাস্টমসের সার্ভার সচল নেই। ফলে আমরা এসব পেঁয়াজ খালাস করতে পারছি না। একে তো গরম, এর ওপর দীর্ঘক্ষণ আটকে থাকায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে। এজন্য দুশ্চিন্তায় পড়েছি। এতে আমাদের লোকসান গুনতে হবে। তাই অন্য কোনও ব্যবস্থা করে হলেও দ্রুত পেঁয়াজ ছাড় করার দাবি জানাচ্ছি।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, সার্ভারে ঢাকা থেকেই সমস্যা দেখা দিয়েছে। যার কারণে শুধু হিলি স্থলবন্দর নয়, বুড়িমারী, বেনাপোল, বাংলাবান্ধাসহ সব বন্দরে একই সমস্যা দেখা দিয়েছে। সার্ভারে ত্রুটির কারণে সকাল থেকে বিল অব এন্ট্রি সাবমিট করা যাচ্ছে না। 

তিনি বলেন, আজ যেসব পণ্য আমদানি হচ্ছে এগুলো ছাড় দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। যদি সার্ভারের ত্রুটি কেটে যায় তাহলে বিল অব এন্ট্রি সাবমিট করে পেঁয়াজ ছাড় করে দেবো। আর যদি না হয় তাহলে আগামীকাল সকাল ৯টার দিকে কাজ করতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তারা সার্ভার সচলের চেষ্টা করছেন।

/এএম/
সম্পর্কিত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?
সর্বশেষ খবর
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!