X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ২৯ মার্চ পর্যন্ত আইপি দিচ্ছে সরকার

হিলি প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৬:৪৭আপডেট : ১২ মার্চ ২০২২, ১৬:৪৭

দেশের বাজারে সরবরাহ কমায় এবং দাম বাড়ায় আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গত তিন-চার দিনে প্রায় পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির আইপি নিয়েছেন হিলির আমদানিকারকরা। এতে আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়বে না বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

শনিবার (১২ মার্চ) হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে এবং কৃষকদের এটি চাষে উৎসাহিত করতে গত বছরের ডিসেম্বরে ভারত থেকে পণ্যটি আমদানির অনুমতি (আইপি) বন্ধ করে দেয় সরকার। এ সময় বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকে ছিল। ফলে পেঁয়াজ আমদানি কমিয়ে দেন আমদানিকারকরা। তবে মাঘের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হতে থাকে। ফলে দেশে এ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগের পাওয়া অনুমতিপত্রের মাধ্যমে আবারও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। ফলে বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমে এসেছে। আমদানির এই ধারা অব্যাহত থাকলে রমজানে দাম বাড়ার সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘সম্প্রতি নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে সরকার। কিন্তু এর মেয়াদ আগামী ২৯ মার্চ পর্যন্ত। সেই সঙ্গে পুরনো যেসব আইপি নেওয়া ছিল সেগুলোর মেয়াদ একই সময় পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে নির্ধারিত তারিখের পরে কী হবে সেটি বলা যাচ্ছে না। মেয়াদ বাড়ানো না হলে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনই দাম বাড়ারও আশঙ্কাও রয়েছে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী বলেন, ‘গত বছরের ২০ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রেখেছিল সরকার। সম্প্রতি দেশের বাজারে পণ্যটি সরবরাহ কমায় ও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আবারও আমদানির অনুমতি দেওয়া হয়েছে। গত তিন-চার দিন ধরে এই আইপি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এতে করে গত তিন-চার দিনেই পাঁচ হাজার টনের মতো পেঁয়াজ আমদানির নতুন আইপি নিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। আরও আইপি নেওয়া অব্যাহত রয়েছে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ