X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, এসআই প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৭:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৮:০৯

লালমনিরহাটে মহেন্দ্রনগর বাংলাবাজার এলাকায় নববর্ষ উপলক্ষে বসা এক মেলায় জুয়াবিরোধী অভিযানে পুলিশি নির্যাতনে রবিউল ইসলাম খান (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত এসআই হালিমুর রহমানকে সদর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 

জানা গেছে, বৃহস্পতিবার বাংলা নববর্ষ মহেন্দ্রনগর বাংলাবাজার এলাকায় মেলা বসায় স্থানীয়রা। মেলাকে ঘিরে জুয়ার আসর বসলে সদর থানা পুলিশের এসআই হালিমুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ ধাওয়া করে জুয়া খেলার অপরাধে রবিউল ইসলাম খান ও প্রহ্লাদ চন্দ্র রায় নামে দুই জনকে আটক করে। অন্যরা পালিয়ে যান। রবিউল হিরামানিক এলাকার দুলাল খানের ছেলে। 

নিহতের ছোট ভাই সোহাগ ও মা সাফিয়া বেগম দাবি করেন, ‘রবিউল জুয়া খেলতে নয়, তার কন্যা শিশুর জন্য স্থানীয় চড়ক মেলায় খেলনা কিনতে গিয়েছিল। আমরা রবিউল হত্যা ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার চাই।’

তারা অভিযোগ করে আরও বলেন, ‘রবিউল আটকের পর জুয়া খেলেনি দাবি করলে উপস্থিত পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর পুলিশ তাকে মারধর করে এবং এসআই হালিমুর রহমান গোপনাঙ্গে বুট দিয়ে লাথি মারে। এতে তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়লে লালমনিরহাট হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন।’

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন অবস্থা ভালো ছিল না। এই কারণে আমরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেই। কিন্তু এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লাশের ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরই জানা যাবে মৃত্যুও প্রকৃত কারণ। এই জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।’

লালমনিরহাট সদর থানার ওসি সাহা আলম দাবি করেন, ‘বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি মেলায় জুয়া বিরোধী অভিযানে সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকার বাসিন্দা প্রহ্লাদ ও কাজীর চওড়া এলাকার রবিউলকে আটক করে এসআই হালিমুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ। আটকের সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে। দৌড়ানোর কারণে রবিউল ইসলাম খান হাঁপিয়ে যায় এবং শ্বাসকষ্টে ভুগতে থাকে। এ কারণে তাদের উভয়কে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু ঘটে। পুলিশ তাদেরকে কোনও নির্যাতন করেননি।’ 

ওসি আরও দাবি করেন, ‘জুয়াবিরোধী অভিযানের ঘটনায় আটক প্রহ্লাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি এবং রবিউলের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিউল ইসলাম খানের মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও স্বজনদের উপস্থিতিতে লাশের ময়না তদন্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় এসআই হালিমুর রহমানকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। রবিউলের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত