X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা, ক্ষমা চেয়ে ছাত্রলীগ নেতার মুক্তি

রংপুর প্রতিনিধি
০৯ মে ২০২২, ২৩:০৬আপডেট : ০৯ মে ২০২২, ২৩:০৬

ঈদের ছুটিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তবে তিন বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আটক হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফয়সল আযম ফাহিম। এ সময় তিনি প্রক্টরিয়াল বডির সদস্যের সঙ্গেও অশোভন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি। সোমবার (৯ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলী আটক এবং মুচলেকা দিয়ে ছাত্রলীগ নেতার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগ নেতা ফাহিম বহিরাগত তিন বান্ধবী ও স্বজনদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর আসানুজ্জামান আসান ছাত্রলীগ নেতাকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে তাকে চলে যাওয়ার অনুরোধ জানান। এতে ফাহিম ক্ষিপ্ত হয়ে সহকারী প্রক্টর আসানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ অশোভন আচরণ করেন। পরে সহকারী প্রক্টর আসান বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলীকে ফোন করলে পুলিশ সদস্যরা এসে ফাহিমকে আটক করে নিয়ে যান। এ সময় জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ফোন করে তাকে ছাড়ানোর চেষ্টা করেন। পরে আটক ছাত্রলীগ নেতা মুচলেকা দিয়ে ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ছাড়া পান। 

এসআই ইজার আলী বলেন, ছাত্রলীগ নেতা ফাহিমকে আটক করা হয়েছিল। পরে সহকারী প্রক্টরের কাছে ক্ষমা প্রার্থনা করে মুচলেকা দিয়ে ছাড়া পান। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দফতরের এক কর্মকর্তা জানান, ছাত্রলীগ নেতা ফাহিমের ছাত্রত্ব নেই। এখন সে সাবেক ছাত্র। ঈদ উপলক্ষে ১৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়  বন্ধ রয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। এরপরেও তিনি তিন বান্ধবী ও স্বজনদের নিয়ে ক্যাম্পাসে জোর করে প্রবেশ করেন।

ওই কর্মকর্তা আরও জানান, ফাহিমের ছাত্রত্ব না থাকলেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে তিনি সিভি জমা দিয়েছেন। এছাড়া সার্টিফিকেট অনুযায়ী তার বয়সও পার হয়ে গেছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণার পরেও সাবেক ছাত্র ফাহিম তিন জন বহিরাগতকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় সহকারী প্রক্টরকে চরমভাবে অপমানিত করে সে। এ ঘটনায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে মুচলেকা দিয়ে সে ছাড়া পেয়েছে।  

 

/টিটি/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না