X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতির প্রতিবাদ করায় প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যা, দাবি স্ত্রীর

লিয়াকত আলী বাদল, রংপুর
২১ জুন ২০২২, ২০:২৬আপডেট : ২১ জুন ২০২২, ২০:৩২

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক অলিয়ার রহমান আকন্দকে সুপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনেরা। অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলে দাবি করেছেন তারা। মঙ্গলবার (২১ জুন) বিকাল সোয়া ৫টার দিকে নিহত অলিয়ার আকন্দের স্ত্রী আফরোজা বেগম দুই সন্তান মেয়ে লাবিবা রহমান ও ছেলে শুশফিক রহমানকে নিয়ে বগুড়া থেকে সরাসরি নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকায় অবস্থিত জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

আফরোজা বেগম বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা বা ১১টার সময় এ ঘটনা ঘটেছে। অথচ রংপুর জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে তাদের কোনও খবর দেওয়া হয়নি।’ ‘একটি অফিসের প্রধান মারা গেলেন, সেই খবরটিও কি আমরা জানার অধিকার রাখি না’, প্রশ্ন তোলেন তিনি।

নিজ অফিসে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার লাশ

তিনি আরও অভিযোগ করেন, ‌‘রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের একটি চক্র দুর্নীতি লুটপাট করতে উঠেপড়ে লেগেছিল। আমার স্বামী তাতে বাধা হয়ে দাঁড়ান। এ কারণেই তাকে মরতে হয়েছে। খুনিরা অফিসেই বহাল তবিয়তে আছে।’

অফিস স্টাফদের জিজ্ঞাসাবাদ করলেই সব রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি। 

স্বজনরা বলেন, ‘নিহত অলিয়ার রহমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, কোরান তেলাওয়াত করতেন। এমন মানুষ কোনোভাবে আত্মহত্যা করতে পারেন না। প্রতিদিন রাতে ভিডিও কলে স্ত্রী-সন্তানদের সঙ্গ তিনি কথা বলতেন। সোমবারও ভিডিও কলে কথা বলেছেন তিনি। আজ সকালে ফোন না করায় আমরা ভেবেছি তিনি হয়তো কোন জরুরি মিটিংয়ে ব্যস্ত। কিন্তু তাকে সুপরিকল্পিতভাবে যে হত্যা করা হবে, তা আমরা কল্পনাও করিনি।’

তারা অভিযোগ করেন, ‘নিহত অলিয়ার রহমান আকন্দ সৎ কর্মকর্তা ছিলেন। তিনি চাকরিজীবনে এক পয়সাও ঘুষ খাননি। অবৈধ কোনও টাকা উপার্জন করেননি। বিষয়টি প্রাণিসম্পদ অধিদফতরের ঊর্ধ্বতন সব কর্মকর্তা জানেন। শুধুমাত্র সততা আর কর্তব্যনিষ্ঠার জন্য চাকরিজীবনে তিনি কোথাও বেশিদিন টেকেননি। দুর্নীতি করতেন না, কাউকে করতেও দিতেন না। এ জন্য বেশিদিন তিনি এক স্থানে চাকরি করতে পারতেন না।’

অলিয়ার রহমানের মেয়ে লাবিবা রহমান বগুড়া আজিজুল হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘বাথরুমে শাওয়ারের সঙ্গে গামছা পেঁচিয়ে কীভাবে একজন আত্মহত্যা করেন? এটা পাগলও বিশ্বাস করবে না।’ আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

অলিয়ার রহমানের ছেলে বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘আমার বাবাকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা ন্যায়বিচার চাই।’

এদিকে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা অলিয়ার রহমানের মৃত্যুর খবর পেয়ে কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জসীম উদ্দিন। তিনি বলেন, ‘এ মৃত্যুর রহস্য উদঘাটনে সব ধরনের সহযোগিতা করা হবে।’ ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

স্বজনরা জানান, অলিয়ার রহমানের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়। তবে বগুড়াতেই বর্তমানে তার পরিবার বসবাস করছে। সেখানেই তিনি স্থায়ী আবাস গড়েছেন।

এরআগে, বগুড়া থেকে অলিয়ার রহমানের স্ত্রী ও সন্তানেরা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে পৌঁছান। তাদের বুক ফাটা কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। এ সময় রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফুল ইসলাম, মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান, পরিদর্শক (তদন্ত) হোসেন আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপ-পুলিশ কশিশনার মারুফুল ইসলাম বলেন, আমরা পরিবারের অভিযোগসহ সব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনরা জানিয়েছেন তারা হত্যা মামলা দায়ের করবেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!