X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা জুয়েলের মৃত্যুতে মায়ের আহাজারি

তৈয়ব আলী সরকার, নীলফামারী
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩

রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ নেতা অলিউল হাসান জুয়েল মারা গেছেন। তার মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে দিশেহারা মা উম্মে হাবিবা কুলসুম। বারবার মূর্ছা যাচ্ছেন। তার আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অলিউল হাসান জুয়েল (২৫) সৈয়দপুর শহরের নিয়ামতপুর আদানী মোড় এলাকার মৃত মঞ্জু সরকারের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক। দিনাজপুর শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-প্যারামেডিক্যালে পড়াশোনা করে সৈয়দপুর বাস টার্মিনালে তাসিন ও রেখা এন্টারপ্রাইজ কাউন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

দুপুরে জুয়েলের বাড়ি গিয়ে দেখা গেছে, প্রতিবেশীদের জড়িয়ে ধরে আহাজারি করছেন জুয়েলের মা। আত্মীয়-স্বজন শোকে মুহ্যমান। জুয়েলের মৃত্যুর খবরে বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশী। বিকালে তার বাড়িতে গেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শোকসন্তপ্ত জুয়েলের মাকে সান্ত্বনা দিয়েছেন তারা।

আত্মীয়-স্বজন শোকে মুহ্যমান

জুয়েলের প্রতিবেশীরা জানান, উম্মে হাবিবার ছেলে হলেও জুয়েলকে ছোটবেলা থেকে লালন-পালন করেছেন তার নিকট আত্মীয় একই এলাকার বাসিন্দা মোনোয়ারা বেগম। জুয়েলের মৃত্যুতে কাঁদছেন তিনিও।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে রংপুরের উদ্দেশে সৈয়দপুর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাসে ওঠেন জুয়েল। রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়। বাদ আসর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জানাজা শেষে স্থানীয় হাতিখানা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জুয়েলের মৃত্যুর খবরে বাড়িতে এসেছেন পাড়া-প্রতিবেশী, তার মাকে সান্ত্বনা দিতে এসেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

আরও পড়ুন: গাঁজা খেয়ে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, অভিযোগ যাত্রীদের

কামারপুকুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সিহাব উদ্দিন রাসেল বলেন, ‌‘জুয়েলের মৃত্যুতে এক অসহায় মায়ের স্বপ্নের মৃত্যু হয়েছে। তার মায়ের কান্না থামানো যাচ্ছে না। ছেলেহারা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এ দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।’

প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

আরও পড়ুন: রংপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

 

/এএম/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা