X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রংপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৮

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় হাজার জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, ভোলা ও নারায়ণগঞ্জে নেতা-কর্মীদের নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। 

ঘটনাস্থল থেকে বিএনপি ও ছাত্রদলের সাত নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে চার জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ হয়। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা হলেন—বিএনপি নেতা মাহবুব আসিফ, যুবদল নেতা সিন্দিদ, অয়ন ও নয়ন।

এদিকে পুলিশের একটি সূত্রে জানা গেছে, মামলায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু, সাধারণ সম্পাদক আখিরুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিজুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের উপজেলার শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

ওয়াহিদুজ্জামান মাবু অভিযোগ করে বলেন, ‘পুলিশের আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায়। গুলি ছুড়ে, টিয়ারশেল ও লাঠিচার্জ করে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। উল্টো মামলা করার আগেই দলের শতাধিক নেতা-কর্মীর বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেফতারের চেষ্টা করেছে।’

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‌‘গঙ্গাচড়ায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা চালানোর ঘটনায় নিন্দা জানাই। নেতা-কর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মমতাজুল হক জানান, গত বৃহস্পতিবার পুলিশের ওপর হামলা চালানো ও সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে মামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল