X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ আজ পাবে পরিবার

দিনাজপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্কুলছাত্র মিনহাজুল ইসলাম মিনারের (১৬) মরদেহ আজও পায়নি পরিবার। হত্যার পাঁচ দিন পর সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় দফায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টার দিকে মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

পতাকা বৈঠকে বিজিবি দাইনুর সীমান্ত ফাঁড়ির সদস্য, ভারতের ভাদড়া হরিপুর বিএসএফ সীমান্ত ফাঁড়ির জোয়ান এবং ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে দাইনুর বিজিবি সীমান্ত ফাড়ির কমান্ডার আক্তার হোসেন কোনও মন্তব্য করেননি।

ওই ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য রুমানা পারভীন বলেন, ‘ক্যাম্প থেকে জানতে পারলাম, মরদেহ হন্তান্তরের বিষয়ে দুই দেশের পতাকা বৈঠক শেষ হয়েছে। দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিকালে মরদেহ হস্তান্তর হতে পারে।’

আস্করপুর ইউনিয়নের সদস্য মাজেদুর রহমান জানান, সকাল ১০টায় সীমান্তের ৩১৪/৭ এস পিলারের কাছে বৃষ্টিতে ভিজে পুকুর পাড়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনপ্রতিনিধি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয়েছে, বিকাল ৪টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিওপি পর্যায়ের কর্মকর্তারা এবং দুই দেশের দুই থানার কর্মকর্তাদের উপস্থিতে মরদেহ হস্তান্তর করা হবে। 

এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ ব্যাপারে কোনও কিছুই জানাতে পারেননি কেউ।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার দাইনুর সীমান্তে মিনহাজুল ইসলাম নিহত হয়। অভিযোগ ওঠে, বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। সে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ালেখা করতো।

উল্লেখ্য, গত বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মিনহাজুল। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে পড়ালেখা করতো। মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় ধানক্ষেতে পড়ে ছিল। বৃহস্পতিবার বিকালে গঙ্গারামপুর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুরের ছেলে এমদাদুল (২৮) ও সালমানের ছেলে সাগর (২০) নিখোঁজ রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিয়ে না করানোয় মাকে হত্যা
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!