X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে সংরক্ষিত আসনের নারী সদস্যদের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১

পঞ্চগড়-১ আসনের (তেঁতুলিয়া, আটোয়ারি ও সদর উপজেলা) বিভিন্ন পদে ৬৯ জন সংরক্ষিত আসনের নারী সদস্যদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার ইউপি সদস্য, মহিলা ভাইস চেয়ারম্যান এবং পঞ্চগড় পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা সদর উপজেলার কাজীপাড়া গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

আয়োজকরা জানান, কৃতজ্ঞতা জানানোর জন্যই শেখ হাসিনার জন্মদিনে তাদের এই আয়োজন। তবে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় জন্মদিনের কেক কাটা থেকে শুরু করে সকল বর্ণাঢ্য আয়োজন বাতিল করা হয়েছে। 

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন এবং তৃণমূল নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান বিষয়ে আলোচনা অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবমহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুড়া ইউনিয়নের সংরক্ষিত সদস্য আফসানা আক্তার। এসময় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের সদস্য আলেয়া বেগম, আটোয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নের সদস্য হাফিজা বেগম ও সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সদস্য রুনা লায়লা বক্তব্য দেন। 

অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে শেখ হাসিনা স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবার সুযোগ তৈরি করেছিলেন বলে আজ তাঁরা পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়নে, উপজেলা ও পৌরসভায় নির্বাচিত হয়ে কাজ করতে পারছেন।

পঞ্চগড় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবমহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন বলেন, ‘সমাজের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদের স্পিকার, বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সচিব, ডিসি, এসপি, সেনা, নৌ, বৈমানিক, রেল চালক, পুলিশ, বিজিবিতে নারীদের দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল সনদে বাবার নামের সাথে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার মহিয়সী শেখ হাসিনার জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ।’

পঞ্চগড়ে সংরক্ষিত আসনের নারী সদস্যদের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা জানান, ‘মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া পঞ্চগড়ের মানুষে করতোয়ায় নৌকাডুবির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাই এই অনুষ্ঠানের সকল বর্ণাঢ্য অংশ বাদ দিয়ে অনুষ্ঠানের খরচ থেকে স্বজন হারানো কিছু পরিবারেকে আমরা সহায়তা করেছি।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা এমন একজন মানুষের জন্মদিন পালন করছি, যিনি স্বজন হারানোর বেদনা মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন। তিনি নিজেও বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা নীলকণ্ঠ পাখি, বাঙালি জাতির স্বপ্নের সারথি। শান্তি, গণতন্ত্র, নারীর ক্ষমতায়নে অনুকরণীয় রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রিয় নেত্রীকে জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া