X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকদের ২ গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো ছাত্রের

রংপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৬:১৮আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:১৮

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবের পাড়া পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষকদের দুই গ্রুপের সংঘর্ষে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্র আকাশ নিহত হয়েছে। চার পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় স্কুলের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

নিহত আকাশ পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল অনন্তরামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তার বাবা ঢাকায় একটি গার্মেন্টে কাজ করে বলে জানিয়েছেন তার মামা মনসুর আলী।

পুলিশ জানিয়েছে, খেতাবের পাড়া পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক নুরন্নবী গ্রুপের সঙ্গে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্রুপের মধ্যে সোমবার সকালে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষই লাঠি, বল্লম ও ছোড়াসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পীরগজ্ঞ থানার ওসি আব্দুল আউয়ালের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সময় ওসিসহ পুলিশের ওপর চড়াও হলে ওসি আব্দুল আউয়াল, এসআই আকতার ও দুই নারী পুলিশসহ ৩০ জন আহত হন। পরে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকেও অবরুদ্ধ করে রাখে। হামলায় ওসি আব্দুল আউয়ালসহ চার পুলিশ আহত হন। পরে সার্কেল এএসপির নেতৃত্বে রংপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষক নুরন্নবী ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম পরস্পরকে দায়ী করেছেন। তবে সংঘর্ষের ঘটনার বিষয়ে দুজনই কোনও মন্তব্য করতে রাজি হননি।

ওসি আব্দুল আউয়াল জানান, নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামসহ চার জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা