X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমদানি কমের কথা বলে বাড়ানো হলো পেঁয়াজের দাম 

হিলি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ২১:২৭আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২১:২৭

ভারতে দাম বৃদ্ধি এবং আমদানি কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন হিলিতে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষেরা।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৯ থেকে ১০ টাকা। আর খুচরা বাজারে বেড়েছে প্রতিকেজি আট টাকা করে। বন্দর দিয়ে ইন্দোর, নাসিক ও নগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩২ টাকা দরে, যা আগে ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। নগর জাতের পেঁয়াজ ৩৬ থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ২৬ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর নাসিক জাতের পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এ সময় আমাদের কোনও কাজকর্ম নেই, ফলে আয় রোজগার কম হচ্ছে। এর ওপর নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি।

স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, কয়েকদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা করে বেড়েছে। আমরা এখান থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে পাঠাই। মোকামে যদি সেভাবে দাম না বাড়ে তাহলে আমাদের লোকসান গুণতে হবে। 

হিলি বাজারের ব্যবসায়ী আবু তাহের বলেন, বাজারে সাধারণত স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া পেঁয়াজ বিক্রি হয়। এসব পেঁয়াজ ছাল ওঠাসহ কিছুটা নিম্নমানের হওয়ায় তুলনামূলক দাম কম হয়। কিন্তু এসব পেঁয়াজের দামও এখন বাড়তি। কারণ, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কম হচ্ছে।

স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ভারতে এখন পেঁয়াজের দাম বাড়তি। ফলে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানিও কমেছে। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে এবং দাম বাড়ছে। এদিকে দেশি পেঁয়াজের দাম মণ প্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। পেঁয়াজের দামের ওপরে এর প্রভাবও পড়েছে।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। ছুটি শেষে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। ৮ অক্টোবর ৩০টি ট্রাকে ৮৭৪টন পেঁয়াজ আমদানি হয়েছিল। ১০ অক্টোবর ৩১টি ট্রাকে ৮৫৭টন পেঁয়াজ আমদানি হয়। তবে গতকাল ১১ অক্টোবর ২২টি ট্রাকে ৫৯৪টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা