X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিজিবির কাছে বিএসএফের পরাজয়

লালমনিরহাট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৭:১২আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৭:১২

মৈত্রী ভলিবল প্রতিযোগিতায় বিএসএফকে ২-০-তে পরাজিত করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বুধবার (১৯ অক্টোবর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কাস্টমস মাঠে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি ও বিএসএফের মাঝে এই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বিজয় মেহতা। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সাধারণ জনগণ, উভয় দেশের সরকার ও বিজিবি-বিএসএফের মধ্যে সম্পর্ক আগের যেকোনও সময়ের তুলনায় অনেক সুদৃঢ় রয়েছে। বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মৈত্রী ভলিবল প্রতিযোগিতার জয়-পরাজয় মুখ্য কোনও বিষয় নয়। আমাদের সুসম্পর্ক জনগণের সামনে প্রকাশ করতেই দুই বাহিনীর মধ্যে খেলাধুলার আয়োজন করেছি। আজকের ভলিবল প্রতিযোগিতা তারই অংশ। আগামীতে এ ধরনের প্রতিযোগিতায় উভয় দেশের সাধারণ মানুষকে উপভোগের সুযোগ দেওয়ার জন্য বিজিবি-বিএসএফ একমত হয়েছে। আগামীতে আমরা আরও বেশি আনন্দ উপভোগ করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা দুই বাহিনী চেষ্টা করছি, সীমান্তের যেকোনও সমস্যা ব্যাটালিয়ন কমান্ডিং লেভেলে আলোচনা করে তড়িৎ সমাধান করার। এই কাজ অব্যাহত রয়েছে। বর্তমানে সীমান্তে চোরাকারবারি ৯০ শতাংশ কমেছে।’

জানা গেছে, তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়ন এই মৈত্রী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে। খেলা দেখতে আসা দুই দেশের মানুষ বিজিবি-বিএসএফের খেলোয়াড়দের উৎসাহ দেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জলপাইগুড়ি বিএসএফের সেক্টর কমান্ডার বিজয় মেহতার উপস্থিতিতে বিএসএফের খেলোয়াড়দের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন। এরপর বিজিবির খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৬ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক অতুল সৈনী, ৪০ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক বিভূতি ভূষণ কুমার, ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক সতীশ কুমার, ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক সত্যেন্দ্র কুমার পাঠক, জলপাইগুড়ি বিএসএফ হেডকোয়ার্টার্সের কমান্ডার শিভা মুরুথে ও ৬১-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মীর হাসান শাহরিয়ার মাহমুদ এবং ৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এ এফ এম আজমল হাসান খান, বিজিবি রংপুর রিজিয়নের পরিচালক সাঈদ সালাউদ্দিন, বিজিবি রংপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক আশরাফুজ্জামান, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মাহমুদ নুরুদ্দিন খান ও ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট।

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা