X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, কারাগারে শিক্ষক 

লালমনিরহাট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ২১:৫৮আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২২:১১

বিয়ের কথা বলে ভাড়া বাসায় রেখে মাসের পর মাস এক কলেজছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে স্কুলশিক্ষক প্রমোদ কুমার মহন্তের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবসে সমালোচনার মুখে পড়েছেন তারা। বিদ্যালয়ের ১৮শ’ শিক্ষার্থী ও অভিভাবক এই ঘটনার পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।    

বুধবার (২৬-অক্টোবর) নির্যাতনের শিকার কলেজছাত্রী বাদী হয়ে প্রমোদ কুমার মহন্তকে (৪১) আসামি করে সদর থানায় মামলা করেন। ৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ১৮৬০ সালের পেনাল কোড ৩১৩/৩৪ ধারা মতে ধর্ষণ, গর্ভপাত ও গর্ভপাতের সহায়তা করার অপরাধে মামলাটি রুজু করা হয়।

অভিযুক্ত শিক্ষক প্রমোদকে পুলিশ গ্রেফতার করে বুধবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রমোদ কুমার মহন্ত রংপুরের মিঠাপুকুর উপজেলার আলাদীপুর এলাকার হরিপদ চন্দ্র মোহন্তের ছেলে। ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর চারু ও কারুকলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অদ্যাবধি কর্মরত আছেন। স্কুলের পাশে ভাড়া বাড়িতে স্ত্রী-সন্তানসহ বসবাস করেন তিনি।    

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনশ্যাম এলাকার ওই ছাত্রী ২০১৯ সালে অনার্সে ভর্তি হন। লালমনিরহাটে পরীক্ষা কেন্দ্র হওয়ায় মেসে ওঠেন। এ সময় শিক্ষক প্রমোদের সঙ্গে পরিচয় হলে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয়ের অফিস সহায়ক হারুনের মাস্টারপাড়ার বাসায় কলেজছাত্রীকে নিয়ে ওঠেন অভিযুক্ত শিক্ষক। পরে স্থানীয়রা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে বাসা বদল করেন তারা। পরে বকসি বাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বসবাস শুরু করেন। এ সময় জোরপূর্বক ধর্ষণের ঘটনায় অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন কলেজছাত্রী। 

পরে প্রমোদের সহকর্মী শিক্ষক রেজওয়ানুল হক তালুকদারের সহায়তায় কলেজছাত্রীকে রাজধানী ঢাকার রোজভিউ আবাসিক হোটেলে নিয়ে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়। ঘটনার পর প্রমোদকে কলেজছাত্রী আনুষ্ঠানিক ও রেজিস্ট্রি বিয়ের জন্য চাপ দিয়েও রাজি করাতে পারেননি। চাপ দেওয়ায় স্কুলশিক্ষক বিভিন্ন সময়ে ধর্ষণের ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।  এ অবস্থায় কোনও উপায় না দেখে নির্যাতনের শিকার ছাত্রী বিষয়টি স্বজনদের জানান।  

কলেজছাত্রীর বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষকের মতো মহান পেশায় নিয়োজিত থেকে যে আমার মেয়ের সর্বনাশ করেছে, আমি তার ফাঁসি চাই।’

এদিকে ওই স্কুলের অফিস সহায়ক হারুন অর রশীদ বাসা ভাড়া দেওয়ার কথা স্বীকার করলেও ওই কলেজছাত্রী তার বাসায় ছিলেন না বলে দাবি করেন।

একই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রমোদ কুমার মহন্তসহ স্কুলের কাজে ঢাকায় গিয়েছিলাম। কিন্তু কলেজ ছাত্রীর গর্ভপাত সম্পর্কে আমি কিছু জানি না।’

প্রধান শিক্ষক শামীমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক আকতারুজ্জামানকে জানানো হয়েছে। সহকারী শিক্ষক প্রমোদ কুমার মহন্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণের জন্য আজকে বৃহস্পতিবার লিখিতভাবে চিঠি পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য চরম ক্ষতি করেছে। আমরা শিক্ষকরা বিব্রত। অভিভাবক ও শিক্ষার্থীদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারছি না।’

ওসি এরশাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করেছি। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তে অন্য কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাকেও আইনের আওতায় আনা হবে।’  

এ বিষয়ে জেলা প্রশাসক আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। ঘটনাটি পর্যবেক্ষণ ও নজরদারিতে রয়েছে বলে জানান তিনি।’

 

/টিটি/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!