X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ১৭:১০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৭:১০

রোগীর পথ্য (খাদ্য) সরবরাহের দরপত্রে (টেন্ডার) নতুন নতুন শর্ত আরোপ করে পুনঃদরপত্র প্রকাশ করায় অনিয়ম হয়েছে উল্লেখ করে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক ঠিকাদার। মামলার পর ১০ কার্যদিবসের মধ্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ জানুয়ারি) আদালত অভিযুক্ত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমানকে এই আদেশ দিয়েছেন। যেখানে দরপত্রের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না, এই মর্মে, ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর কথা উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) মেসার্স শাম্মী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফজলে এলাহী আদালতে এই মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২২-২৩ অর্থবছরের আন্তঃবিভাগের ভর্তি রোগীদের পথ্য (খাদ্য) সরবরাহের জন্য ২০২২ সালের ২৫ আগস্ট টেন্ডার আহ্বান করে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তির দরপত্র সংগ্রহের শেষ দিন ছিল একই বছরের ১০ সেপ্টেম্বর। উল্লেখিত সময়ের মধ্যে স্থানীয় ঠিকাদাররা দরপত্রে অংশ নেন। কিন্তু দরপত্রটি বাতিল করে কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষ ওই বছরের ২৫ ডিসেম্বর পত্রিকায় পুনঃদরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। পুনঃপ্রকাশিত দরপত্রে অংশ নিতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদাররা লক্ষ্য করেন, পূর্বের দরপত্রের শর্ত পরিবর্তন করে নতুন নতুন শর্ত আরোপ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা দরপত্রে অংশ নিতে পারেননি।

নিয়মানুযায়ী আহ্বান করা প্রথম দরপত্রে যেসব শর্তারোপ করা হয়েছিল- তা পরবর্তী দরপত্রেও বহাল থাকবে এমনটা জানিয়েছেন ঠিকাদাররা। কিন্তু এই দরপত্রে শর্ত পরিবর্তন হওয়ায় বাদী মামলা করেন। পরে ১০ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর আদেশ দেন আদালত।

বাদী ফজলে এলাহী জানান,  আগের দরপত্র বাতিল করে নতুন করে প্রকাশ করা হয়। কিন্তু সেটিতে নতুন নিয়ম জুড়ে দেওয়া হয়। আইন না মেনেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান অনিয়ম ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে শর্ত পরিবর্তন করে টেন্ডার আহ্বান করেছেন। যা আইনবহির্ভূত।

অভিযুক্ত কর্মকর্তা দাবি করেন, প্রথম দরপত্রটি পূর্বের টেন্ডার ‘প্রকিউরমেন্টবিডি’ অনুযায়ী করা হয়েছিল। পরে দেওয়া দরপত্রটি সর্বশেষ নিয়ম অনুযায়ী করা হয়েছে। এখানে অনিয়ম করার কোনও প্রশ্নই ওঠে না। যারা আদালতে অভিযোগ করেছেন তারা না বুঝে করেছেন। সরকারিভাবে আমরা সর্বশেষ বিধিটাই দেখবো এবং এখানে সেটাই দেখা হয়েছে। আমাকে আদালত থেকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী জানান, পরের দরপত্রটি ২০২১ সালের সংশোধিত টেন্ডার ‘প্রকিউরমেন্টবিডি’ অনুযায়ী প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ নিয়ম অনুযায়ীই এটি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!