X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জে ভূমিহীন পরিবারগুলোর জন্য তৈরি হচ্ছে গুচ্ছগ্রাম

রংপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ২০:১২আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২৩:৫৩

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের উত্তর মোকসেদপুর ঠনঠনিয়া পাড়ায় সরকারি জমিতে বসবাস করা ৪৫ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ওই স্থানে গুচ্ছগ্রাম করে তাদের সরকারি ঘর দেওয়া হবে।

তবে সরিয়ে নেওয়ায় উচ্ছেদের অভিযোগ তুলেছে কয়েকটি পরিবার। যদিও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ।

তিনি বলেন, ‘ওই জায়গা থেকে বাড়িঘর সরিয়ে নেওয়ার জন্য তাদের বার বার বলা হয়েছিল। সেখানে গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে। তাদের দুই শতক করে জমি ও ঘর করে দেওয়া হবে। আপাতত কিছুদিন কষ্ট করতে বলা হয়েছিল। কিন্তু তারা শোনেননি। এ জন্য সরিয়ে নেওয়া হয়েছে তাদের।’

এ বিষয়ে রামনাথপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, ‘ভূমিহীন পরিবারদের অন্য জায়গায় সরে যাওয়ার জন্য বার বার বলা হয়েছে। কিন্তু সরে না গিয়ে বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছে কয়েকটি পরিবার।’

ভূমিহীন পরিবারগুলোর অভিযোগ, তারা ৫০ বছর ধরে ঠনঠনিয়া পাড়ার সরকারি খাস জমিতে পরিবার নিয়ে বাস করে আসছে। কয়েকদিন আগে স্থানীয় ইউপি চেয়াম্যান শওকত আলী ও ইউপি মেম্বার হারুন ভূমিহীনদের জরুরি ভিত্তিতে বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বুধবার সকাল ১০টার দিকে মেম্বার হারুনের নেতৃত্বে তার সহযোগীরা তাদের সরিয়ে দিতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

রামনাথপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, বার বার বাড়িঘর সরিয়ে নেওয়ার কথা বললেও তারা শোনেনি। এ জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তাদের। সবাইকে সরকারি ঘর দেওয়া হবে। 

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন অভিযোগ করেন, ৫০ বছর ধরে খাস জমিতে বাড়িঘর নির্মাণ করে পরিবারগুলো বাস করছে। গুচ্ছগ্রাম নির্মাণ করার কথা বলে তাদের সরিয়ে দেওয়া হয়। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে সরিয়ে দেওয়া ঠিক হয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ বলেন, ‘কাউকে উচ্ছেদ করা হচ্ছে না। তাদের প্রত্যেককে মুজিববর্ষের ঘর দেওয়ার পাশাপাশি দুই শতক জমি দলিল করে দেওয়া হবে। তারা যেখানে বাস করছেন, পাশেই আরও জমি আছে। তাদের সেখানে আপাতত এক-দেড় মাস ঘর সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। কাউকে জোর করে সরিয়ে দেওয়া হয়নি, তারা নিজেরা ঘর সরিয়ে নিয়েছেন। অর্ধশতাধিক পরিবারের মধ্যে মাত্র তিনটি পরিবার, যারা অনেক বেশি জায়গা দখল করে আছে, তারা ঘর না সরিয়ে পুরো এলাকায় ঘর নির্মাণ করাতে বাধা দিয়েছিল। সরকারি কাজে বাধা দেওয়ার খবর শুনে স্থানীয় ইউপি সদস্য সেখানে গিয়েছিলেন। ইউপি সদস্যকে পাশের ইউনিয়নের বাসিন্দা শাহাজান নামে এক ব্যক্তি মারধর করেন। শাজাহান একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে এবং তার মামা ওখানে বসবাস করছেন। খাসজমিতে কোনও মুক্তিযোদ্ধা পরিবার বসবাস করছে না। এমন কোনও তথ্য আমাদের কাছে ছিল না।’ 

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু