X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তিস্তায় তলিয়ে গেছে এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধু

রংপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে নেমে নিখোঁজ হন তারা।

এই দুই শিক্ষার্থী হলেন- মুন্না মিয়া (১৮) ও নাইস আহমেদ (১৯)। মুন্না উপজেলার পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে এবং নাইস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়নের বিদতর হরিনাথ এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তারা ছয় বন্ধু তিস্তা নদীর ধারে ফুটবল খেলছিল। খেলা শেষে নদীতে গোসল করতে নামেন। চার জন নদী থেকে উপরে উঠে এলেও এই দুজন পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের না পাওয়ায় গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশের একটি দল তাদের সঙ্গে যোগ দেয়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাত কর্মীসহ রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। রাত পৌনে ৮টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি উপজেলা প্রশাসন মনিটারিং করছে।

এদিকে, দুই এইচএসসি পরীক্ষার্থী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় স্বজনদের আহাজারিতে তিস্তা পাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে।

/এফআর/
সম্পর্কিত
আড়িয়াল খাঁয় ডুবে নিখোঁজের দুই দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের