X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তিস্তায় তলিয়ে গেছে এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধু

রংপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে নেমে নিখোঁজ হন তারা।

এই দুই শিক্ষার্থী হলেন- মুন্না মিয়া (১৮) ও নাইস আহমেদ (১৯)। মুন্না উপজেলার পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে এবং নাইস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়নের বিদতর হরিনাথ এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তারা ছয় বন্ধু তিস্তা নদীর ধারে ফুটবল খেলছিল। খেলা শেষে নদীতে গোসল করতে নামেন। চার জন নদী থেকে উপরে উঠে এলেও এই দুজন পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের না পাওয়ায় গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশের একটি দল তাদের সঙ্গে যোগ দেয়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাত কর্মীসহ রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। রাত পৌনে ৮টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি উপজেলা প্রশাসন মনিটারিং করছে।

এদিকে, দুই এইচএসসি পরীক্ষার্থী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় স্বজনদের আহাজারিতে তিস্তা পাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশি তৎপরতায় স্বস্তি ফিরেছে ব্রহ্মপুত্র নৌপথে
উত্তাল পদ্মা-যমুনা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 
আবারও বাড়ছে যমুনা নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল