X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এখন সময়ের দাবি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম গুম ও খুনের ঘটনা শুরু করেছিলেন। তার মরণোত্তর বিচার হওয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বিভিন্ন দেশে আইন রয়েছে মৃত ব্যক্তির নামে কোনও বিচার হয় না, মামলা-মোকাদ্দমা হয় না। এজন্য খুনি জিয়ার বিচার করতে গেলে প্রয়োজনে আইন পরিবর্তন বা কমিশন গঠন করতে হবে। যারা আত্মস্বীকৃত খুনি, যারা পর্দার আড়ালে ছিল তাদের বিচার হয়নি। তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হবে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মায়ের কান্না’র আয়োজনে ‘খুনি জিয়া, অগ্নিসন্ত্রাসী খালেদা ও কুলাঙ্গার তারেকের শাসনামলে কোথায় ছিল মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের আগে বাংলাদেশে গুম ও খুনের ঘটনা ঘটেনি। জিয়াউর রহমান বিমান বাহিনী ও সেনাবাহিনীর বহু সদস্য যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের গুম ও খুন করেছেন। বিনা বিচারে হত্যা করাও তিনি শুরু করেছিলেন। কোনও সামরিক সদস্য অন্যায় করে থাকলে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করতে হবে। কিন্তু তিনি সেই আইন কোনোদিন মানেননি। এরপর তিনি বহু গুম ও খুনের ঘটনা ঘটিয়েছেন। ফাঁসির রায় দেওয়ার ছয় মাস আগেই একজনকে ফাঁসি দেওয়া হয়েছে এমন দালিলিক প্রমাণও আমাদের কাছে আছে। গুম এবং খুন বাংলাদেশে ছিল না। খুনি জিয়া এটা শুরু করেছেন।’

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এখন সময়ের দাবি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মায়ের কান্না’র প্রধান উপদেষ্টা কর্নেল নাহিদ এজাহার খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বক্তব্য রাখেন রংপুর-২ আসনের এমপি আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী। এ সময় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, লুটপাটের শিকার ভুক্তভোগীরা বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা প্রাণে বেঁচে যান। পরে দেশের মানুষ শেখ হাসিনাকে দেশে এনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান দেশে গুম ও খুনের রাজনীতি শুরু করেন। এমনকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার জন্য ১৯ বার হত্যাচেষ্টা করেছে। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। সেসময় তারেক রহমান হাওয়া ভবনে বসে শেখ হাসিনা হত্যার পরিকল্পনা করে। সে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র দেশে আনে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। বিএনপি এখনও গুম ও খুনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে নাই। গুম করে বিনা বিচারে ও নিয়মবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে কমিশন গঠন করে বিচার হওয়া উচিত।’ গুম ও খুনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসকল পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করার কথা জানান মন্ত্রী।

/কেএইচটি/
সম্পর্কিত
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
ম্যুরাল ভাঙা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগ, যা বললেন শামীম ওসমান
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত