X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রংপুর বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মহিদুল ইসলাম

হিলি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ১৩:২৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৩:২৩

দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মুজাহিদুল ইসলামসহ ৫ সদস্যের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করা হয়। প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ রংপুর বিভাগীয় প্রতিযোগিতা গত ৩ অক্টোবর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় ২৩ কলামের মূল্যায়ন ছকে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, তাদের নিজস্ব প্রকাশনা, স্থানীয়/জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ/কবিতা/ছড়া, শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্টের ব্যবহার, শিক্ষকের বিভিন্ন কলাকৌশল, স্থানীয় অভিভাবকদের সঙ্গে জানাশোনা, পেশাগত দক্ষতা, প্রশ্ন তৈরির দক্ষতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীর ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া হার রোধে নিয়মিত হোম ভিজিট, উপস্থিতি বৃদ্ধিতে শিক্ষকের বিশেষ ভূমিকা, শিক্ষকের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্ধুদ্ধকরণ, বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজে সহায়তা করা প্রভৃতি বিষয়ে উক্ত কমিটি যাচাই-বাছাই শেষে তাকে বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করে।

মহিদুল ইসলাম শিক্ষক বাতায়নের (এটুআই) হাকিমপুর উপজেলার একমাত্র জেলা অ্যাম্বাসেডর। করোনায় স্কুল বন্ধ থাকাকালীন সময়েও তিনি বসে থাকেননি। প্রতিদিন ঘরে বসে হাকিমপুর অনলাইন প্রাইমারি স্কুল, দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল, সারা বাংলা অনলাইন প্রাইমারি স্কুলে নিয়মিত ক্লাস নিতেন। এ ছাড়াও তিনি জুম প্ল্যাটফর্ম, ফেসবুক লাইভ ক্লাসসহ গুগল মিটে ৫ শতাধিক ক্লাস নিয়েছেন। তিনি একজন গণিত অলিম্পিয়াডের মাস্টার ট্রেনার। গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে ক্লাস নিয়ে থাকেন। তিনি বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সংগীত, চারুকলা, শারীরিক শিক্ষা বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

এ ছাড়াও তিনি উপজেলা কাব স্কাউট লিডার। ইউনিট লিডার হিসেবে তার বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম বেশ সক্রিয়। গত বছরের শাপলা কাব অ্যাওয়ার্ড অঞ্চল পর্যায়ের মূল্যায়নে তার ইউনিটের ১০ জন কাব উত্তীর্ণ হয়েছেন। ২০১৯ সালে তিনি জেলা শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে তিনি একজন নিবেদিত প্রাণ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

এক প্রতিক্রিয়ায় মহিদুল ইসলাম বলেন, ‘জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনে এই ধরনের কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি সেজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।’

/কেএইচটি/
সম্পর্কিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও পদক বিতরণ ১০ মে
সর্বশেষ খবর
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত