X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হিলিতে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

হিলি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫

কয়েক দিন ধরেই দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা আরও কমে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা দিয়েছে। এর ফলে হিলিতে ভোররাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মত কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তোলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। তীব্র শীতের কারণে কাজে যেতে না পেরে ও কাজ না পেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের।

কাজের সন্ধানে হিলিতে আসা দিনমজুর আব্দুর রহিম বলেন, ‘কয়েক দিন ধরে যে শীত আর কুয়াশা ঝরছে, তারপরেও পেটের তাগিদে আমাদের কাজের সন্ধানে আসতেই হচ্ছে। প্রতিদিনের মতো আজকেও এই তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে আমিসহ অনেকেই হিলিতে এসেছি কাজের জন্য। কিন্তু তীব্র শীতের কারণে কোনও কাজ পাওয়া যাচ্ছে না। অনেক বেলা পর্যন্ত অপেক্ষা করে কাজ না পেয়ে বাধ্য হয়ে ঘুরেফিরে বাড়ি ফিরে যাচ্ছি। আর কাজ না পাওয়ায় রোজগার না থাকায় বাড়িতে বউ-ছেলে-মেয়েকে না খেয়ে দিন পার করতে হচ্ছে। এভাবে যদি কাজ না পেয়ে প্রতিদিন খালি হাতে আমাদের বাড়ি ফিরে যেতে হয় তাহলে আমরা কীভাবে চলবো বলেন। এর ওপর যে শীত পড়েছে কাপড়চোপড় ঠিকমতো নেই যে শীত নিবারণ করবো। গরম কাপড়ের অভাবে শীতে খুব কষ্ট করতে হচ্ছে। কোথাও থেকে কোনও কম্বল বা কোনও কিছুই পাওয়া যায়নি। কেউ যদি কম্বল বা গরম কাপড় দিতো তাহলে এই শীতের মধ্যে আমাদের মতো মানুষদের বেশ উপকার হতো।’

অপর দিনমজুর সিদ্দিকুর রহমান বলেন, ‘এ কয়েক দিন এত পরিমাণ শীত পড়ছে যে, কাজের সন্ধানে হিলিতে আসতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরেও পেটের তাগিদে আসতেই হচ্ছে। কিন্তু এসে কোনও কাজ মিলছে না। যারা বিভিন্ন কাজে আমাদের শ্রমিক হিসেবে নেবে তারাই শীতের কারণে বাড়ি থেকে বের হতে পারছে না। তো আমাদেরকে কাজে নেবে কে? সকাল থেকে কাজের সন্ধানে এসে হিলি বাজারে বসে আছি। অনেক বেলা হয়ে গেলো কিন্তু এখন পর্যন্ত কেউ কাজের কথা বললো না। আর কিছুক্ষণ দেখবো তারপর বাড়ি ফিরে যাবো। এ ছাড়া তো আর কোনও উপায় নেই। কাজ না পাওয়ায় খুব কষ্টের মধ্যে দিন পার করতে হচ্ছে আমাদের।’

কুয়াশাচ্ছন্ন চারপাশ

শ্রমিক মাহবুর রহমান বলেন, ‘এবারের মতো প্রচণ্ড শীত গত কয়েক বছরের মধ্যে আমরা চোখে দেখিনি। এত পরিমাণ শীত পড়ছে আর কুয়াশা ঝরছে যে সকালে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। একদিন কাজ হচ্ছে তো আবার দুদিন কাজ মিলছে না—এভাবেই ঘুরেফিরে খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। রোজগার না হওয়ায় সংসার-সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা।’

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘কয়েক দিন ধরেই দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কখনও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আবার কোনও দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ তাপমাত্রা আরও কিছুটা কমে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯টায় দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার।’

/কেএইচটি/
সম্পর্কিত
সারা দেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বাঁচতে হলে জানতে হবে
সর্বশেষ খবর
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে