X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মোবাইল দিয়ে ইউপি সচিবের মাথা ফাটিয়ে দিলেন চেয়ারম্যান

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪, ১৩:৫৮আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৪:০৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যানের আঘাতে সচিবের মাথা ফেটেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় থানায় মঙ্গলবার (২৬ মার্চ) অভিযোগ করেছেন ওই সচিব।

অভিযোগ থেকে জানা গেছে, নিয়ম বহির্ভূতভাবে সরকারি রাজস্ব আদায়ের (চৌকিদারি ট্যাক্স) নগদ টাকা না দেওয়ায় ইউপি সচিব দবিরুল ইসলামকে (৩৮) মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেন চেয়ারম্যান আব্দুল বারী। 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী ওই সচিবের কাছে সরকারি রাজস্ব আদায়ের টাকা সরাসরি চেকের মাধ্যমে চান। সচিব দবিরুল ইসলাম অ্যাকাউন্ট পে চেক দিতে চান। কিন্তু ইউপি চেয়ারম্যান নিয়মবহির্ভূতভাবে টাকা চান সচিবের কাছে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। স্থানীয়রা ইউপি সচিবকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

এ বিষয়ে ইউপি সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়মবহির্ভূতভাবে বেয়ারার চেকের মাধ্যমে টাকা চান। আমি সরকারি নিয়মে অ্যাকাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বলেন, মেম্বারদের বেতন দেওয়ার জন্য সচিবের কাছে চেক চাই। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সচিবের মাথায় সামান্য আঘাত লেগেছে। তবে এটা দ্রুত সমাধান হয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এ বিষয়ে বলেন, বিষয়টি শুনেছি। ইউনিয়ন সচিব থানায় একটি লিখিত অভিযোগ করেছে সেটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলা হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা বলেন, নন্দুয়ার ইউপি সচিব একজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সায়েন্সল্যাবে নারীর মরদেহ উদ্ধার
সায়েন্সল্যাবে নারীর মরদেহ উদ্ধার
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ